বিনোদন ডেস্ক : শুটিং চলাকালে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন‘টাইটানিক’খ্যাত জনপ্রিয় অভিনেত্রী কেট উইন্সলেট। ডেইলি মেইলের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
ক্রোয়েশিয়াতে শুটিং চলাকালে পড়ে গিয়ে পায়ে আঘাত পান তিনি। এরপর দ্রুত তাকে নিকটস্থ একটি হাসপাতালে ভর্তি করা হয়। এখন তিনি ভালো আছেন। তবে আপাতত তাকে বিশ্রামে থাকতে হচ্ছে।
ক্রোয়েশিয়ার একটি গ্রামে ‘লি’ সিনেমার শুটিং চলছে। ফটোগ্রাফার লি মিলারের জীবনী নিয়ে নির্মিত হচ্ছে এটি। ঐতিহাসিক এই সিনেমার নাম-ভূমিকায় দেখা যাবে ৪৬ বছর বয়সী কেট উইন্সলেটকে। এটি পরিচালনা করছেন এলেন কুরাস।