অনলাইন ডেস্ক : যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে প্রধান বিরোধী দল লেবার পার্টি। আর ভরাডুবি হয়েছে ক্ষমতাসীন কনজারভেটিভরা। এতে দীর্ঘ ১৪ বছর সরকারে থাকা দলটির অনেক হেভিওয়েট নেতাও আসন খুইয়েছেন গতকালের নির্বাচনে। খবর রয়টার্সের।
ব্রিটিশ সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, মন্ত্রী পর্যায়ের অন্তত ৮ নেতা এবাবের নির্বাচনে পরাজিত হয়েছেন। যা ১৯৯৭ সালের রেকর্ডকে ছাড়িয়ে গেছে। ওই বছর ৭ জন মন্ত্রী আসন খুইয়েছিলেন। এবারের নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী লিজ ট্রাসও পার্লামেন্টে তার আসনটি হারিয়েছেন। নরফোক সাউথ ওয়েস্ট আসনে লেবার পার্টির প্রতিদ্বন্দ্বী টেরি জেরমির কাছে পরাজিত হন তিনি।
আসন হারানো নেতাদের তালিকায় পড়েছেন পার্লামেন্টের নিম্নকক্ষ হাউজ অব কমন্সের নেতা পেনি মরডন্ট ও প্রতিরক্ষামন্ত্রী গ্র্যান্ট শ্যাপস। এছাড়া শিক্ষামন্ত্রী গিলিয়ান কিগান, সংস্কৃতিমন্ত্রী লাকি ফ্রেজার, বিজ্ঞানমন্ত্রী মিশেল ডোনেলান, আইনমন্ত্রী অ্যালেক্স চাক, দ্য ফাদার অব দ্য হাউজ উপাধি পাওয়া জ্যৈষ্ঠ আইনপ্রণেতা পিটার বটমলি ও ব্রেক্সিটের পক্ষে থাকা নেতা জ্যাকব রিস-মগ পরাজিত হয়েছেন। অন্যদিকে স্কটল্যান্ডে কনজারভেটিভ পার্টির নেতা ডগলাস রসও পরাজিত হয়েছেন। তার আসনে জয় পেয়েছেন লিবারেল ডেমোক্র্যাটিক প্রার্থী সিমাস লগান।
যুক্তরাজ্যের এবারের নির্বাচনে ক্ষমতাসীন কনজারভেটিভরা ২০০টির বেশি আসন হারিয়েছে। ১৯৯৭ সালে বিপুল জয়ের মধ্য দিয়ে লেবার পার্টিকে ক্ষমতায় বসিয়েছিলেন টনি ব্লেয়ার। প্রায় তিন দশক পর একইরকম জয় পেয়ে ক্ষমতায় আসছে বামপন্থী দলটি।