অনলাইন ডেস্ক : অবৈধ পথে কানাডা হয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করার চেস্টা করার সময় প্রাণ হারান চারজন ভারতীয় নাগরিক।
ভারতীয় পরিবারটি মোট ১৮ জনের একটি দলের সঙ্গে ১৯ জানুয়ারি পায়ে হেঁটে যুক্তরাষ্ট্রে প্রবেশের মত ঝুঁকিপূর্ণ অভিযানে অংশ নেন। কিন্তু তারা সেই দলের কাছ থেকে যে কোনোভাবে আলাদা হয়ে যান।
আর একাকি হয়ে যাওয়ার পরই কোনো সাহায্য না পাওয়ায় তীব্র ঠান্ডায় মৃত্যু হয় তাদের।
কানাডার পুলিশ হতভাগ্য ভারতীয় পরিবারটির পরিচয় প্রকাশ করেছে। তারা হলেন ৩৯ বছর বয়সী জগদীশ বল্লবভাই প্যাটেল (বাবা), ৩৭ বছর বয়সী ভাইসালিবান (মা), ১১ বছর বয়সী ধার্মিক জগদীশ কুমার (মেয়ে) ও তিন বছর বয়সী একটি ছেলে।
জানা গেছে, তারা সবাই গুজরাটের বাসিন্দা ছিলেন। পুলিশ জানিয়েছে, ১২ জানুয়ারি কানাডার টরেন্টোতে আসেন তারা। এরপর ১৮ জানুয়ারি মানিটোবা দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করেন।
কানাডায় অটোয়ায় অবস্থিত ভারতীয় দূতাবাস গুজরাটে তাদের নিকট আত্মীয়দের কাছে মর্মান্তিক এ ঘটনার কথা জানিয়েছে।
এ ঘটনায় ভারতের একটি ট্রাভেল এজেন্সির ছয়জন ব্যক্তিকে আটক করা হয়েছে। দেশটির পুলিশ জানিয়েছে অবৈধভাবে পরিবারটিকে কানাডায় পাঠায় তারা।
অনেকেই অবৈধপথে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করে থাকে। কিন্তু কানাডা হয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের ঘটনা খুবেই বিরল।
সূত্র: আল জাজিরা