স্পোর্টস ডেস্ক : বার্সেলোনা ছেড়ে প্যারিসে পাড়ি জমিয়েছেন লিওনেল মেসি। ফরাসি জায়ান্ট প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) সঙ্গে দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। তবে পিএসজির হয়ে এখনো মাঠে না হয়নি আর্জেন্টাইন এই সুপারস্টারের। ফিটনেস ও মানসিকভাবে পুরোপুরি প্রস্তুত না হওয়ার আগে তাকে মাঠে নামাচ্ছে না লিগ ওয়ানের ক্লাবটি। তবে প্যারিসে পাড়ি জমালেও মেসির মন পড়ে আছে বার্সেলোনায়। যেই ক্লাবের সঙ্গে ২১ বছরের পথচলা তাকে খুব সহজেই ছেড়ে আসা যে মেসির জন্য সহজ না, তা তার মানসিক অবস্থা দেখেই অনুমান করা যায়।

মেসির আগ থেকেই পিএসজির হয়ে খেলে আসছেন নেইমার জুনিয়র। ব্রাজিলিয়ান এই সুপারস্টারের সঙ্গে বার্সেলোনায় থাকা অবস্থায় মেসির ভালোই বন্ধুত্ব হয়। সময় পেলেই বেড়াতে বেরিয়ে যেতে দেখা গেছে তাদের। এবারও তাই হলো লিগ ওয়ানে ব্রেস্তের বিপক্ষে স্কোয়াডে না থাকায় নেইমারকে নিয়েই বার্সেলোনায় বেড়াতে গিয়েছেন মেসি। এ যাত্রায় মেসির সঙ্গে ছিলেন তিন সন্তান ও স্ত্রী রোকুজ্জো। এমনই সংবাদ দিচ্ছে স্প্যানিশ গণমাধ্যমগুলো।

স্প্যানিশ গণমাধ্যম মুন্দো দেপোর্তিভোর এক প্রতিবেদনে বলা হয়, ব্রেস্তের বিপক্ষে দলে না থাকায় কয়েকদিনের ছুটি পেয়েছেন মেসি। তাই স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে বার্সেলোনায় নিজের বাড়ি গেছেন তিনি। আর্জেন্টাইন তারকা কাতালান শহরে পা রাখার কিছুক্ষণের মধ্যে আরেকটি ফ্লাইটে বার্সেলোনায় পা রাখেন বন্ধু নেইমার। দুই তারকার স্পেনে আসার ছোট্ট একটি ভিডিও ক্লিপও প্রকাশ করেছে সংবামাধ্যমটি।

স্প্যানিশ গণমাধ্যমগুলোর দাবি, দুই বন্ধু মিলে লুইস সুয়ারেজের বাড়িতে রাতের খাবার খেয়েছেন। নেইমার, মেসি, সুয়ারেজ তিন জনই ছিলেন বার্সার এক সময়ের আক্রমণ ভাগের প্রাণ। সুযোগ পেয়ে তাই তিন বন্ধুই একসঙ্গে হন। তবে, ছুটি কাটিয়ে দ্রুতই আবার প্যারিসে ফিরবেন মেসি-নেইমার।