স্পোর্টস ডেস্ক : এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ভারতের বিপক্ষে মাঠে নামছে হংকং। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে দলটি। বুধবার বাংলাদেশ সময় রাত ৮টা থেকে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে ম্যাচটি।
এর আগে, বাছাইপর্বে সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, কুয়েতের মতো দেশকে হারিয়ে এবারের এশিয়া কাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে হংকং।
উল্লেখ্য, এশিয়ার শ্রেষ্টত্বের লড়াইয়ে ভারতের বিপক্ষে একবারই খেলার সুযোগ পেয়েছিল হংকং। এক যুগের বেশি সময় আগে, ২০০৮ সালে মুখোমুখি হওয়া ওই ম্যাচে হংকংকে ২৫৬ রানের ব্যবধানে হারিয়েছিল ভারত।