স্পোর্টস ডেস্ক : আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি যেখানে যান সেখানেই যেন ঝড় ওঠে। এবার হংকংও সাক্ষী হল এক মেসি ঝড়ের। মেসির দল ইন্টার মায়ামি এবার প্রীতি ম্যাচ খেলবে হংকংয়ে।
হংকং একাদশ নামের দলটির সঙ্গে মেসিরা ৪ ফেব্রুয়ারি ম্যাচটি খেলবেন।
আর সেই ম্যাচের টিকেটেও ঝড় তুলেছেন মেসি। মায়ামির হংকং একাদশের বিপক্ষে ম্যাচটির টিকেট ছাড়ার এক ঘণ্টার মধ্যে শেষ হয়ে গেছে। প্রতিটি টিকেটের দাম রাখা হয়েছে ১১৩ ডলার (১২ হাজার টাকার বেশি) থেকে ৬২৫ ডলার (৬৮ হাজার টাকার মতো) পর্যন্ত।
হংকং ন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচটি খেলবেন মেসিরা। এ স্টেডিয়ামের ধারণক্ষমতা ৪০ হাজার। তবে এরই মধ্যে ধারণক্ষমতার সব টিকেট বিক্রি হয়ে গেছে।
এর আগেও হংকং ভ্রমণে এসেছিলেন, ২০১৪ সালে।