অনলাইন ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সরকারের ব্যর্থতার কারণে দেশের স্বাস্থ্যখাতও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। সরকারের ব্যর্থতা, দুর্নীতির কারণে স্বাস্থ্যখাতের ভঙ্গুর-দুর্দশা অবস্থা বিরাজ করছে। এজন্য স্বাস্থ্যখাত করোনায় আক্রান্ত হয়ে ভেন্টিলেশনে আছে। যেমনটি সরকারও ভেন্টিলেশনে আছে।
বুধবার জাতীয় প্রেস ক্লাবে মৎস্যজীবী দলের উদ্যোগে মৎস্য খাতের বর্তমান অবস্থা ও ভবিষ্যতে করণীয় শীর্ষক আলোচনা সভায় তিনি এসব বলেন। এতে মূল প্রবন্ধ পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মামুন চৌধুরী।
বাংলাদেশে স্বাস্থ্যখাতের চরম দুরাবস্থা তুলে ধরে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, স্বাস্থ্যখাতের অবস্থা যদি ভেন্টিলেশনে হয় তাহলে বাংলাদেশে ডাক্তারদের দুর্দিনে আসছে। জনগণের মধ্যে একটা অনাস্থা আসছে। ভারতের সাথে ভিসা প্রক্রিয়াটা শুরু হতে দেন এবং ঢাকা-কলকাতা গাড়িটা চালু হতে দেন। প্রতিদিন ২০ হাজার লোক কলকাতা চিকিৎসা করতে যাবে। বাংলাদেশের এই হাসপাতালগুলো পড়ে থাকবে, বাংলাদেশের ডাক্তারদের চেম্বার খালি থাকবে।
সংকট উত্তরণে নেতা-কর্মীদের আন্দোলনের কোনো বিকল্প নাই জানিয়ে তিনি বলেন, আমরা শুধু পদে ব্যস্ত, কমিটিতে ব্যস্ত আর কথায় ব্যস্ত। আমরা পথে নামতে ব্যস্ত হই না বলেই সরকার এখনো টিকে আছে। ভেন্টিলেশনে থাকলেও সরকার আছে। এই ভেন্টিলেশন খোলার দায়িত্ব যদি নিতে পারেন তাহলেই সরকার সরবে। কর্মীদের পদ-পদবীর দিকে না তাঁকিয়ে আন্দোলনের জন্য সকলকে সংগঠিত হওয়ার আহবানও জানান গয়েশ্বর।
সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম মাহতাবের সভাপতিত্বে ও সদস্য সচিব আবদুর রহিমের পরিচালনায় আলোচনা সভায় বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম, গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, মৎস্য বিষয়ক সম্পাদক লুতফর রহমান কাজল প্রমুখ বক্তব্য দেন।