Home অর্থনীতি স্বস্তি ফেরেনি ডিম-মুরগিতে, সবজির দামও চড়া

স্বস্তি ফেরেনি ডিম-মুরগিতে, সবজির দামও চড়া

অনলাইন ডেস্ক : সরকার দাম নির্ধারণ করে দেওয়ার প্রায় দুই সপ্তাহ পরও স্বস্তি ফেরেনি ডিম ও মুরগির দামে। চড়া দামেই বিক্রি হচ্ছে পণ্য দুটি। উল্টো সপ্তাহের ব্যবধানে বেড়েছে ব্রয়লার মুরগির দাম। কেজি প্রতি বেড়েছে ১০ টাকা। সবজির দাম গত সপ্তাহের মতো থাকলেও এখনো দাম চড়া। তবে বেড়েছে কাঁচামরিচের দাম। এক লাফে খুচরা বাজারে কেজিতে অন্তত ৬০ টাকা বেড়েছে কাঁচামরিচ।

শুক্রবার সকালে রাজধানীর একাধিক বাজার ঘুরে এমন চিত্র দেখা যায়। এসব বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি দরে৷ অথচ গত সপ্তাহেও ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে ১৯০ টাকা কেজি দরে।

মাংসের বাজারে ৭৫০ টাকা গুনতে হচ্ছে প্রতি কেজি গরুর মাংসের জন্য৷ মুরগির ডিমের ডজন ১৭০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে৷ তবে সবজির দাম স্থিতিশীল আছে।

মোহাম্মদপুর ঢাকা উদ্যান এলাকার হাজী জয়নাল আবেদীন বাজারের সবজি বিক্রেতা মো. ইরফান জানান, সব ধরনের সবজির দাম স্থিতিশীল রয়েছে।

৮০-১০০ টাকা থেকে নেমে লাউ বিক্রি হচ্ছে ৬০ টাকা পিস৷ আগের দামেই বিক্রি হচ্ছে অন্যান্য সবজি।

শশার কেজি ৮০ টাকা, লতি ৭০-৮০ টাকা কেজি, ঢেড়স ৬০ টাকা কেজি, পটল ৬০ টাকা, মুলা ৫০ টাকা, করল্লা ৮০ টাকা, উস্তা ৭০-৮০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, কাকরোল ও বেগুন ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে।

সবচেয়ে কম দামে মিলছে পেঁপে। কেজি ২০ টাকা। সবচেয়ে চড়া দামে বিক্রি হচ্ছে টমেটো। প্রতি কেজির জন্য ক্রেতাকে গুনতে হচ্ছে ১৬০ টাকা।

এক সপ্তাহ আগেও ২৪০ টাকা কেজি দরে বিক্রি হওয়া কাঁচা মরিচ এ সপ্তাহে বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩২০ টাকা কেজি দরে। তিনদিনের টানা বৃষ্টির কারণে কাঁচা মরিচের দাম বেড়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা।

মুদি দোকানি মো. হৃদয় জানান, আলুর কেজি ৫৫ টাকা। ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজি দরে। দেশি পেঁয়াজ ১১০-১২০ টাকা, আদা দেশি ২৬০ টাকা, রসুন ২৪০ টাকা দরে বিক্রি হচ্ছে।

Exit mobile version