অনলাইন ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘আমরা যখন ছোট ছিলাম তখন আমরাও এ রকম অর্ধেক ভাড়ায় চলেছি। ছোটবেলায় আমরাও হাফ ভাড়ায় চলেছি।
শনিবার (২৭ নভেম্বর) দুপুরে রাজধানীর একটি হোটেলে এক সম্মাননা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন। মন্ত্রী মনে করেন, কম ভাড়ায় তাদের চলাচল নিশ্চিত করা উচিত। হঠাৎ করে কেন বন্ধ হলো আমার জানা নেই।
স্বরাষ্ট্রমন্ত্রীর মতে, শিক্ষার্থীদের কম ভাড়া নিশ্চিত করতে পরিবহনমালিকদের সঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর একটি সমঝোতা হয়েছে। তিনি এ নিয়ে একটি ঘোষণা দেবেন।
আলোচনার মাধ্যমে শিক্ষার্থীদের দাবির বিষয়টি সুরাহার প্রসঙ্গ টেনে আসাদুজ্জামান খান বলেন, ‘শিক্ষার্থীদের বলব তাদের দাবিদাওয়া আলোচনার মাধ্যমে শেষ হবে। তারা কষ্ট করে খামাখা গাড়ি অবরোধ বা ভাঙচুর যেন না করে। আমি আরও বলব সড়ক অবরোধ হলে নানা ক্ষতি হয়। সামনে সরকার তাদের দাবির বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে। আমার মনে হয় সড়ক পরিবহনমন্ত্রী একটা ঘোষণা দেবেন।’