Home খেলাধুলা স্পেনের মেয়েরা ইতিহাস গড়ে জিতলো প্রথম বিশ্বকাপ

স্পেনের মেয়েরা ইতিহাস গড়ে জিতলো প্রথম বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক : ফিফা নারী বিশ্বকাপে প্রথমবারের মতো ফাইনালে উঠেছিলো স্পেন এবং ইংল্যান্ড। দুদলের সামনেই প্রথম চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ এসেছিল। কিন্তু সেই সুযোগে কেউ কাউকে একচুলও ছাড় দেয়নি। হাড্ডাহাড্ডি লড়াইয়ে ইংলিশ তরুণীদের হৃদয় ভেঙে শিরোপা জিতেছে স্পেন নারী দল।

অস্ট্রেলিয়ার সিডনিতে জমজমাট ফাইনালে ১-০ গোলে জিতে শিরোপা উল্লাসে মেতে উঠেছে স্প্যানিশ তরুণীরা। ম্যাচের একমাত্র গোলটি করেন স্পেনের অধিনায়ক ওলগা কারমানো। এ যেন ২০১০ পুরুষ বিশ্বকাপে আন্দ্রেস ইনিয়েস্তার করা গোলের মতো। এক গোলেই ইতিহাস রচনা।

মাঠের একপাশে যখন শিরোপা উল্লাসে মেতে উঠেছে স্প্যানিশ শিবির, তখন বিপরীত পাশে কান্নার রোল। পুরো টুর্নামেন্টে শক্তিশালী ফুটবল খেলা ইংল্যান্ড ফাইনালে আর পারলো না। বারবার আক্রমণ করেও স্পেনের দুর্গ ভেদ করতে পারেনি। কাঙ্খিত জালের সামনে অতন্দ্র প্রহরী ছিলেন ক্যাটা কোল।

Exit mobile version