বিনোদন ডেস্ক : দু’দিন আগে টপলেস ফ্লোরাল ফটোশুটের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে খবরের শিরোনামে এসেছিলেন জ্যাকলিন ফার্নান্দেজ। এবার এক স্টাফ মেম্বারকে গাড়ি উপহার দিয়ে আলোচনায় এসেছেন বলিউডের এই অভিনেত্রী।
স্টাফকে গাড়ি উপহার দেওয়ার সেই ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন জ্যাকলিন। যেখানে ওই স্টাফের হাতে গাড়ির চাবি তুলে দিতে দেখা গেছে জ্যাকলিনকে। একইসঙ্গে ওই স্টাফের সঙ্গে মিলে করেছেন পূজাও। এসময় ট্রাফিক পুলিশের পোশাকে দেখা গেছে শ্রীলঙ্কান এই সুন্দরীকে।
জ্যাকলিনের এক ঘনিষ্ঠসূত্র জানান, “দশেরার শুভদিনে ওই স্টাফ মেম্বারকে গাড়িটি উপহার দিয়েছেন জ্যাকলিন ফার্নান্দেজ। এই স্টাফ মেম্বার জ্যাকলিনের সঙ্গে তার বলিউড যাত্রা শুরুর আগে থেকে রয়েছেন। জ্যাকলিন জানতেন না কবে গাড়িটি ডেলিভারি করা হবে। তাই তিনি যখন সে বিষয়ে জানতে তখনই ছবির সেট থেকে সরাসরি গাড়িটি নিতে চলে আসেন। এ কারণে তাকে ট্রাফিক পুলিশের পোশাকে দেখা গেছে।”
প্রসঙ্গত, এর আগে জ্যাকলিন তার মেকআপ আর্টিস্টকেও একটি গাড়ি উপহার দিয়েছিলেন।