অনলাইন ডেস্ক : মাত্র এক সপ্তাহের ব্যবধানে সৌদি আরবে প্রায় ১৭ হাজার প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনী। মূলত রেসিডেন্সি, শ্রম ও সীমান্ত আইন ভঙ্গ করার অপরাধে তাদের গ্রেপ্তার করা হয়। খবর সৌদি গেজেট
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত ১৬ মার্চ থেকে ২২ মার্চ পর্যন্ত রেসিডেন্সি আইন ভঙ্গ করায় ৯ হাজার ২৫৯ জনকে, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে সৌদি আরবের প্রবেশের চেষ্টাকালে ৪ হাজার ৮৯৯ জন ও শ্রম সংক্রান্ত বিভিন্ন বিষয়ে ২ হাজার ৪৯১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সৌদি আরবে অপরাধ সংঘটিত করে পালানোর চেষ্টাকারী অপরাধীদের সহায়তা করার সময় ১৮ জনকে হাতেনাতে আটক করা হয়েছে। এছাড়া প্রতিবেশী দেশগুলোতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ৬৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সৌদি আরবে যেন অবৈধভাবে কেউ থাকতে না পারেন, সেটি নিশ্চিতে গত কয়েক বছরে বেশ কড়াকড়ি অবস্থানে রয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। অবৈধ অভিবাসীদের ধরতে কয়েকদিন পরপরই অভিযান চালাচ্ছে তারা। এসব অভিযানে অনেক মানুষ আটক হচ্ছেন ও পরে আকটদের নিজ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।