বিনোদন ডেস্ক : বলিউড তারকা কাজল অভিনয়ে অনিয়মিত হলেও সামাজিক মাধ্যমে নিয়মিত। ব্যক্তিগত জীবনের অনেক কিছুই তিনি ভাগ করে নেন নেটিজেনদের সঙ্গে। স্বামী-সন্তাননদের সঙ্গে হাস্যোজ্জ্বল মুহূর্তগুলোও শেয়ার করেন। তবে এখন থেকে নেটদুনিয়ায় দেখা যাবে না এ তারকাকে। সোশ্যাল মিডিয়া থেকে বিরতি নিয়েছেন তিনি। নেটমাধ্যমে কাজল নিজেই জানিয়েছেন এ কথা।

আজ শুক্রবার দুপুরে ইনস্টাগ্রামে একটি ছবি প্রকাশ করেছেন কাজল। সেখানে লেখা আছে, ‘জীবনের সব থেকে কঠিন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি।’ ক্যাপশনে এ নায়িকা লেখেন, ‘সোশ্য়াল মিডিয়া থেকে বিরতি নিলাম।’ তবে ঠিক কী কারণে এমন সিদ্ধান্ত নিলেন সে প্রসঙ্গে কিছুই বলেননি কাজল।

এদিকে প্রিয় তারকার এমন পোস্ট দেখে উদ্বিগ্ন হয়ে পড়েছেন অনুরাগীরা। অনেকেই জানতে চেয়েছেন এমন সিদ্ধান্তের কারণ। পাশাপাশি কাজলকে পরামর্শও দিয়েছেন অনেকে।

কেউ লিখেছেন, ‘ঠিক আছে অসুবিধা নেই, আপনি ফেরার জন্য সময় নিতে পারেন।’ কারও কথায়, ‘যেকোনও সমস্যার মোকাবেলা করার জন্য আপনি যথেষ্ঠ শক্ত মানুষ।’ একজন লিখেছেন, ‘আশা করছি সবকিছু ঠিক হয়ে যাবে, আপনি ধৈর্যের সঙ্গে এই প্রচেষ্টায় সফল হবেন।’

কেউ আবার প্রশ্ন রেখেছেন, ‘কিন্তু কেন?’, আরেকজন পরামর্শ দিয়েছেন, ‘দীর্ঘশ্বাস নিন, আবার ফিরে আসুন…’। তবে এসবের কোনো উত্তর দেননি কাজল।