Home কানাডা খবর সুনামগঞ্জ জেলা এসোসিয়েশান : আতাউর রহমান সভাপতি, হিমাদ্রী রয় সঞ্জীব সাধারণ সম্পাদক...

সুনামগঞ্জ জেলা এসোসিয়েশান : আতাউর রহমান সভাপতি, হিমাদ্রী রয় সঞ্জীব সাধারণ সম্পাদক নির্বাচিত

গত ১লা মার্চ রবিবার টরন্টোর ড্যানফোর্থের রেড হট তান্দুরী মিলনায়তনে সুনামগঞ্জ জেলা এসোসিয়েশান এর সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ২০২০-২১ মেয়াদের কমিটি গঠন করা হয়। দুই তৃতীয়াংশ সদস্য ও সদস্যাদের সতঃস্ফুর্ত সমর্থনে দ্বিতীয় মেয়াদের জন্যে সভাপতি হিসাবে আতাউর রহমান এবং সাধারণ সম্পাদক হিসাবে হিমাদ্রী রয় সঞ্জীবকে নির্বাচিত করা হয়। শীঘ্রই পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রচার সম্পাদক চমন আফরোজ চৌধুরী।

Exit mobile version