অনলাইন ডেস্ক : সুদানের সামরিক বাহিনী ‘সুদানিজ আর্মড ফোর্সেস’-এসএএফ ও আধা সামরিক বাহিনী ‘র্যাপিড সাপোর্ট ফোর্সেস’-আরএসএফ’-এর মধ্যে চলমান গৃহযুদ্ধে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা এক কোটি ছাড়াতে পারে। জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা- আইওএম এ সতর্কতা জানিয়েছে।
আইওএম-এর হিসেব অনুসারে, চলতি সপ্তাহ পর্যন্ত সুদানের ১৮টি প্রদেশে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ৯৯ লাখ। এর মাঝে ২০২৩ সালের এপ্রিলে নতুন করে সংঘাত শুরু হওয়ার আগে বাস্তুচ্যুত ছিলেন ২৮ লাখ। সংঘাত শুরুর পর বাস্তুচ্যুত হয় আরো ৭১ লাখ মানুষ।
আইওএম জানিয়েছে, এই আশ্রয়হীনদের মাঝে অর্ধেকেরও বেশি নারী ও মেয়েশিশু, যার মাঝে এক চতুর্থাংশের বয়স পাঁচ বছরের নিচে।
আইওএম বলছে, সুদানে মোট বাস্তুচ্যুত প্রায় ১ কোটি ২০ লাখ। এর মাঝে ২০ লাখেরও বেশি পার্শ্ববর্তী দেশ চাঁদ, দক্ষিণ সুদান ও মিশরে পালিয়ে গেছে।
এদিকে এরই মাঝে ব্যাপক দুর্ভিক্ষ ও সংক্রামক নানা রোগের মহামারির ঝুঁকি দেখা দিয়েছে সুদানে, যা ক্রমবর্ধমান শরণার্থী সমস্যাকে আরো জটিল করে তুলছে। এ অবস্থায় সুদানের প্রয়োজন বিপুল তহবিল। কিন্তু দেশটির হাতে এখন পর্যন্ত আন্তর্জাতিক মহলের প্রতিশ্রুত তহবিলের মাত্র ১৯ শতাংশ পৌঁছেছে বলে জানিয়েছে আইওএম। আসন্ন দুর্ভিক্ষ ও মহামারি এড়াতে দ্রুততার সাথে কার্যকর পদক্ষেপ নিতে আন্তর্জাতিক মহলের প্রতি আহ্বান জানাচ্ছে সংস্থাটি।