বাহারুল হক
আমি বোকা এক মানুষ, অতি বোকা একজন
কিছুতেই বুঝতে পারি না কে সুজন আর কে কুজন
যাকে আপন ভাবি সে দেখি আসলে বড় পর
পরকে আপন করার বৃথা চেষ্টা আমার জীবন ভর
সবুজকে এখন মনে হয় দারণ ফিকে
কষ্টের বোবা কান্না শুধু শুনে যাই দিকে দিকে
আকাশে চাঁদ নেই নেই কোন তারা
আমার আকাশটা কেন এত অন্ধকার ভরা
লোনা জলে ভরে গেল নদী শত শত
মিঠা পানি গেল কৈ ভাববো আর কত
ফুলগুলো সব গন্ধ হীন পাখি গায়না গান
ভ্রমর এখন বসে না ফুলে কেন এত অভিমান
সবাই বলে ডানে নয় বামে নয় মাঝে চল ভাই
আমি দেখি ডান বাম মাঝে কিছু নাই
আমি বোকা এক মানুষ, অতি বোকা একজন
কিছুতেই বুঝতে পারি না কে সুজন আর কে কুজন।