Home খেলাধুলা সুইজারল্যান্ডকে সহজেই হারালো ইতালি

সুইজারল্যান্ডকে সহজেই হারালো ইতালি

অনলাইন ডেস্ক : ম্যাচের পরিসংখ্যান বলছে, মাঠে বেশিরভাগ সময় বল দখলে রেখেছে সুইজারল্যান্ড। অথচ নিজেদের জালটাই রক্ষা করতে পারেনি! পরিণাম, ইতালির কাছে ৩-০ গোলের বড় হার।

নিজেদের মাঠে বড় জয় নিয়ে চলমান ইউরো চ্যাম্পিয়নশিপে জয়ের ধারা অব্যাহত রাখলো ইতালি। ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে উঠে এলো গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে।

রোমের স্তাদিও অলিম্পিকোয় শুরু থেকেই আক্রমণ শানায় ইতালিয়ানরা। বল দখলে রাখার চেষ্টা চালায় সুইসরা। তবে ইতালির রক্ষণে খুব একটা হানা দিতে পারেনি তারা। বিপরীতে যখনই বল পেয়েছে আক্রমনে গিয়েছে ইতালি।

২৬ মিনিটে প্রথম ফলটা পায় তারা। লোকাতেলি গোল করে এগিয়ে দেন দলকে।এর ঠিক ২৬ মিনিট পর আবারো স্কোরশিটে নাম তোলেন লোকাতেলি। তার ২য় গোলে ইতালির লিড ২-০।

ম্যাচের শেষমুহুর্তে, ৮৯ মিনিটে লিড আরো বাড়ান দলীয় অধিনায়ক চিরো ইমোবিল। ফলে বড় জয় নিশ্চিত হয় তাদের।

Exit mobile version