Home আন্তর্জাতিক সিরিয়া পরিস্থিতি নিয়ে আলোচনা করতে জর্ডানে ব্লিংকেন

সিরিয়া পরিস্থিতি নিয়ে আলোচনা করতে জর্ডানে ব্লিংকেন

অনলাইন ডেস্ক : সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের পতনের পর উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য জরুরি সফরে জর্ডানে পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন।

বৃহস্পতিবার জর্ডানে পৌঁছান মার্কিন এ কূটনীতিক।

তার সফরের ঘোষণা দিয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তিনি এমন একটি সিরিয়ার কথা বলবেন— ‘সন্ত্রাসবাদের ঘাঁটি নয় বা প্রতিবেশীদের জন্য হুমকি নয়’, যা আসাদের পতনের পর থেকে তার ঐতিহাসিক প্রতিপক্ষের ওপর হামলা জোরদার করেছে।

ব্লিংকেন সিরিয়ার পরবর্তী সরকার গঠনের জন্য একটি ‘অন্তর্ভুক্তিমূলক’ প্রক্রিয়ার আহ্বান জানিয়েছেন, যার মধ্যে সংখ্যালঘুদের সুরক্ষা অন্তর্ভুক্ত রয়েছে।

আগামী ২০ জানুয়ারি প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ক্ষমতা ছাড়বে। নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়াকে ‘একটি বিশৃঙ্খল রাষ্ট্র’ আখ্যা দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রের জড়িত হওয়া উচিত হবে না, যদিও আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে তিনি মার্কিন নীতি সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি।

সূত্র: রয়টার্স, ফ্রান্স২৪

 

Exit mobile version