বিনোদন ডেস্ক : ২০১২ সালে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ সিনেমার মাধ্যমে আলিয়া ভাটের সঙ্গে পরিচয় হয় সিদ্ধার্থ মালহোত্রার। এ সিনেমার মধ্য দিয়ে আলিয়া-সিদ্ধার্থর মধ্যে সম্পর্ক গড়ে উঠে। ২০১৭ সাল পর্যন্ত দুজনে একসঙ্গে ছিল। পরে জ্যাকলিন ফার্নান্দেজের সঙ্গে সিদ্ধার্থে প্রেমে জড়িয়ে পড়েন। ফলে ৫ বছরের সম্পর্কে ইতি টানেন আলিয়া।

সম্প্রতি বলিউড নায়িকা সিদ্ধার্থ-কিয়ারা রাজকীয় আয়োজনে গাঁটছড়া বেঁধেছেন। পরে মুম্বাইতে রিসেপশনের আয়োজন করে এ দম্পতি।

পুরনো তিক্ততা ভুলে সাবেক প্রেমিকা আলিয়াকে দাওয়াত দেন সিদ্ধার্থ। এ দাওয়াত গ্রহণ করে রিসিপশনে হাজির হন আলিয়া। তবে সঙ্গে ছিল না আলিয়া ভাটের বর্তমান স্বামী রণবীর কাপুর।

ধারণা করা হচ্ছে, অতীত সম্পর্কের তিক্ততা ভুলে গিয়ে, বন্ধুত্বকে সম্মান জানিয়ে সিদ্ধার্থ-কিয়ারাকে নতুন জীবনের শুভেচ্ছা জানাতে উপস্থিত হয়েছিলেন আলিয়া। রুপালি রাঙা সিকুইন শাড়ি আর স্লিভলেস ব্লাউজ পরে গিয়েছিলেন আলিয়া। সঙ্গে স্বামী রণবীর নয়, আলিয়ার সঙ্গী অন্য পুরুষ! বন্ধু অয়ন মুখোপাধ্যায়ের হাত ধরে হাজির হয়েছিলেন। শুধু তাই নয়, আলিয়ার শাশুড়ি নীতু কাপুরও উপস্থিত হয়েছিলেন রিসিপশনে।

সুত্র: আনন্দবাজার পত্রিকার।