অনলাইন ডেস্ক : করোনাভাইরাসের কারণে কোয়ারেন্টিন নিশ্চিত করতে আগত ভ্রমণকারীদের ইলেকট্রনিক পর্যবেক্ষণ ট্যাগ পরতে হবে বলে জানিয়েছে সিঙ্গাপুর।

বন্ধ হওয়া সীমান্ত ধীরে ধীরে পুনরায় খুলে দেয়ার অংশ হিসেবে সোমবার এ সিদ্ধান্ত নেয় দেশটি। খবর রয়টার্সের।

প্রতিবেদনে বলা হয়েছে, ১১ আগস্ট থেকে দেশটিতে আগত ভ্রমণকারীদের এই ডিভাইস দেবে সিঙ্গাপুর। দেশটির নাগরিক এবং অন্যান্য দেশের বাসিন্দারাও এই ডিভাইস পাবেন।

এছাড়া নির্দিষ্ট কিছু দেশের নাগরিক সিঙ্গাপুরে প্রবেশের পর রাষ্ট্রীয় স্থাপনার পরিবর্তে বাড়িতেই কোয়ারেন্টিন পালনের অনুমতি পাবেন।

সিঙ্গাপুরে ভ্রমণকারীদের জিপিএস এবং ব্লুটুথ সিগন্যাল ব্যবহারে এই ডিভাইসটি সচল করতে হবে। তারা বাড়িতে পৌঁছানোর পর ডিভাইসের মাধ্যমে বিভিন্ন ধরনের নোটিফিকেশন পাবেন, তাদের এই নোটিফিকেশন প্রাপ্তি অবশ্যই স্বীকার করতে হবে।

ভ্রমণকারীরা বাড়ি থেকে বের হওয়ার অথবা ডিভাইসে যে কোনো ধরনের পরিবর্তন আনার চেষ্টা করলে তা কর্তৃপক্ষের কাছে সঙ্গে সঙ্গে সতর্কবার্তা পাঠিয়ে দেবে।