Home আন্তর্জাতিক সিকিমে আকস্মিক বন্যায় ভেসে গেল ২৩ ভারতীয় সেনা

সিকিমে আকস্মিক বন্যায় ভেসে গেল ২৩ ভারতীয় সেনা

অনলাইন ডেস্ক : ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় সিকিম রাজ্যে প্রবল বৃষ্টিপাত হয়েছে। প্রবল বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় ২৩ সেনা সদস্য নিখোঁজ হয়েছে বলে জানা গেছে। স্থানীয় সময় আজ বুধবার ভারতীয় সেনাবাহিনী এই তথ্য জানিয়েছে।

ভারতীয় সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘বৃষ্টিপাতের ফলে উত্তর সিকিমের লোনাক হ্রদের পানি উপচে পড়ে এবং তিস্তা নদীর পানির স্তর অনেক বেড়ে যায়।

ফলে আকস্মিক বন্যা দেখা দেয়। এই ঘটনায় ২৩ সেনা সদস্য নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। কিছু যানবাহনও পানিতে ডুবে গেছে। অনুসন্ধান অভিযান চলছে।

প্রবল বৃষ্টির কারণে উত্তর সিকিমের লোনাক হ্রদের পানি বৃদ্ধি পেয়ে উপচে পড়তে থাকে। বৃষ্টির ফলে তিস্তার পানির স্তর বেড়ে যায়। এরপর চুংথাং বাঁধ থেকে তিস্তা নদীর উদ্দেশে পানি ছাড়া হয়। এতে তিস্তার পানির স্তর আরো বেড়ে যায়।

বাঁধ খুলে দেওয়ার পর সেখানে পানির স্তর ১৫ থেকে ২০ ফুট বেড়ে যায়। এর ফলে সিংটামের কাছে বারদাংয়ে দাঁড়িয়ে থাকা সেনাবাহিনীর বেশ কিছু গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। পানির তোড়ে ভেসে গিয়ে নিখোঁজ হয় ২৩ সেনা সদস্য।
প্রত্যন্ত এই অঞ্চলটি নেপালের সঙ্গে ভারতের সীমান্তের কাছে অবস্থিত। লোনাক হ্রদটি বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্বত কাঞ্চনজঙ্ঘাকে ঘিরে অবস্থিত।

বর্ষা মৌসুমে আকস্মিক বন্যা সাধারণ ঘটনা সেখানে। যা জুন মাসে শুরু হয় এবং সাধারণত সেপ্টেম্বরের শেষের দিকে ভারতীয় উপমহাদেশ থেকে কমে যায়। অক্টোবরের মধ্যে বর্ষার সময় ভারি বৃষ্টিপাত বন্ধ হয়ে যায়। তবে বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে এখন তা ঘন ঘন হচ্ছে।
সূত্র : আল-অ্যারাবিয়া

Exit mobile version