বিনোদন ডেস্ক : বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি সালমান খান ও ক্যাটরিনা কাইফ। ক্যাটরিনা কাইফের বলিউড যাত্রায় সবচেয়ে বড় ভূমিকা ছিল সালমান খানের। একটা সময় প্রেমের সম্পর্কেও ছিলেন তারা। যদিও সেই প্রেম পরিণতি পায়নি। ২০২১ সালে ভিকি কৌশলকে বিয়ে করেন ক্যাটরিনা।

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদন থেকে জানা যায়, বিয়ের পর প্রাক্তন প্রেমিক সালমান খানের সঙ্গে টাইগার থ্রি তে অভিনয়ও করেছেন ক্যাটরিনা কাইফ। তবে তা এখানেই শেষ। সালমানের সঙ্গে আর কোনো সিনেমাতে অভিনয় করবেন না ক্যাটরিনা।

জানা গেছে, ক্যাটরিনা তার প্রাক্তন প্রেমিকের সঙ্গে পর্দা ভাগ করুক এটা চান না ভিকি। এ কারণেই জানিয়েছেন আপত্তি। ওদিকে ক্যাটরিনাও স্বামীর ইচ্ছাকে শ্রদ্ধা জানিয়ে সিদ্ধান্ত নিয়েছেন আর অভিনয় করবেন না সালমানের সঙ্গে।

এ প্রসঙ্গে উমাইর সিন্ধু তার টুইটে লিখেছেন, ‘ক্যাটরিনা কাইফ বলেছেন, “টাইগার থ্রি” সালমান খানের সঙ্গে তার শেষ সিনেমা। এরপর তার সঙ্গে আর কোনো কাজ করবেন না।’ ভিকি কৌশল ক্যাটরিনাকে সালমানের সঙ্গে কাজ করা নিয়ে সতর্ক করেছেন। এ কারণেই নাকি ক্যাটরিনা এই সিদ্ধান্ত নেন।

বিষয়টি এখন বলিউডের চর্চিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। ক্যাটরিনার বক্তব্য জানতে উন্মুখ হয়ে আছেন সবাই। তবে এখন পর্যন্ত এ প্রসঙ্গে তিনি কোনো মন্তব্য করেননি।

এদিকে টুইটকে কেন্দ্র করে আলোচনা বেশ জমে উঠেছে। কারণ, নেটদুনিয়ায় ভাগ হয়ে গেছেন সালমান-ক্যাটরিনার ভক্তরা। আবার অনেকে টুইটকারীকে আক্রমণ করে মন্তব্য করেছেন। তাদের মতে, ‘এই তথ্য মিথ্যা’।

উল্লেখ্য, টাইগার সিরিজের আগের দুই সিনেমা ‘এক থা টাইগার’ এবং ‘টাইগার জিন্দা হ্যায়’-এর মতো নতুন সিনেমাটিতেও সালমানের বিপরীতে নায়িকা হিসেবে থাকছেন ক্যাটারিনা কাইফ। সুপার স্পাই জোয়া চরিত্রে দেখা যাবে ক্যাটরিনাকে।

আর খলনায়কের ভূমিকায় হাজির হবেন ইমরান হাশমি। আর একটি ক্যামিও চরিত্রে থাকবেন শাহরুখ খান। চলতি বছরের দিওয়ালিতে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।