Home বিনোদন সালমানের কারণে বিয়ের প্রথম ভ্যালেন্টাইনে ভিকির থেকে দূরে থাকবেন ক্যাট!

সালমানের কারণে বিয়ের প্রথম ভ্যালেন্টাইনে ভিকির থেকে দূরে থাকবেন ক্যাট!

অনলাইন ডেস্ক : আসছে ১৪ ফেব্রুয়ারি, বিয়ের প্রথম ভ্যালেন্টাইন ডে তথা বিশ্ব ভালোবাসা দিবস ক্যাটরিনাকে ছাড়াই কাটাতে ভিকি কৌশলকে। সালমান খানের বিশেষ এই দিনে একসাথে থাকা হবে না ক্যাট-ভিকির। এদিন সাবেক প্রেমিক সালমান খানের ছবি ‘টাইগার থ্রি’র শুটিংয়ে ব্যস্ত থাকবেন ক্যাটরিনা।

জানা গেছে, জানুয়ারিতেই ‘টাইগার থ্রি’ ছবির শেষ শিডিউলের শুটিং শেষ করার কথা ছিল নির্মাতাদের। কিন্তু করোনার কারণে দিল্লির শিডিউল পিছিয়ে যায়। ফেব্রুয়ারির ভালোবাসা দিবস থেকেই শুটিং শুরু হয়ে ১৫ দিন ধরে চলবে। যে শুটিং করতে গত বছর রাশিয়া উড়ে গিয়েছিলেন ক্যাট, সালমান। ফলে একে অপরের থেকে দূরেই থাকতে হবে ভিকি-ক্যাটকে।

ভারতীয় সংবাদ মাধ্যমের খবর, ছবিটির শুটিং শুরু হবে ফেব্রুয়ারির মাঝামাঝি, চলবে ১৫ দিন। সেজন্য ১২ অথবা ১৩ ফেব্রুয়ারি সালমানের সঙ্গে দিল্লী যাওয়ার কথা ক্যাটরিনার। দিল্লীতে ‘টাইগার থ্রি’-এর বেশ কিছু অ্যাকশন দৃশ্যের শুটিং হবে। লাল কেল্লাসহ ঐতিহাসিক বেশ কিছু স্থানে হবে ছবিটি দৃশ্যায়ন। করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনেই শুটিং হবে বলে জানা গেছে।
২০১২ সালে মুক্তি পায় বলিউড সুপারস্টার সালমান খান ও ক্যাটরিনা কাইফের ছবি ‘এক থা টাইগার’। প্রথম ছবি বক্স অফিসে সুপারডুপার হিট হয়। পাঁচ বছর পর ২০১৭ সালে এই ছবির সিক্যুয়েল টাইগার জিন্দা হ্যায়’ মুক্তি পায়। এই ছবিও প্রথমটির মতো বক্স অফিসে সফল। এরই ধারবাহিকতায় তৈরি হচ্ছে তৃতীয় সিরিজ ‘টাইগার থ্রি’।

সূত্র : টিভি ৯।

 

Exit mobile version