করোনাভাইরাস-(COVID 19) এ যে বা যাহারা কাজে যেতে পারছেন না, সেল্ফ আইসোলেশন অথবা কোয়ারান্টাইনে যেতে হয়েছে, তাদের ইআই বেনিফিটের জন্য সার্ভিস কানাডা অফিসে যেতে হবে না। ইআই বেনিফিটের জন্য নিম্নের নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারবেন। যদি আপনি কোয়ারান্টাইনে থাকেন, তবে ইআই বেনিফিটের জন্য ফোন করুন ১-৮৩৩-৩৮১-২৭২৫ নান্বারে। যদি সেল্ফ আইসোলেশনে থাকেন, তবে ইআই বেনিফিটের জন্য ফোন করুন 1 800 O-Canada (1-800-622-6232) নাম্বারে। অন্য যে কোনো প্রশ্নের উত্তরের জন্য সার্ভিস কানাডার নিম্নের লিংকটি ঘুরে আসতে পারেন।
https://www.canada.ca/en/employment-social-development/corporate/notices/coronavirus.html#h2.1
সবাই সুস্থ থাকুন। ভালো থাকুন।