Home আন্তর্জাতিক সাময়িক যুদ্ধবিরতিতে ইসরায়েলি সরকারের অনুমোদন

সাময়িক যুদ্ধবিরতিতে ইসরায়েলি সরকারের অনুমোদন

অনলাইন ডেস্ক : অবরুদ্ধ গাজা উপত্যকায় সাময়িক যুদ্ধবিরতিতে অনুমোদন দিয়েছে ইসরায়েলের সরকার। এর আগে, দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেন, যুদ্ধবিরতির পরপরই ফের সশস্ত্র হামাস নির্মূলে গাজা উপত্যকায় অভিযান শুরু হবে। হামাসের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করে ইসরায়েলি প্রধানমন্ত্রী আরও বলেন, বন্দী বিনিময় চুক্তি মানেই যুদ্ধ শেষ হয়ে যাওয়া নয়।

গাজায় যারা জিম্মি হয়েছেন তাদের পরিবারের সদস্যদের চাপে যুদ্ধবিরতিতে রাজী হয়েছে নেতানিয়াহুর সরকার। জিম্মিদের দ্রুত মুক্তির দাবিতে গত কয়েক সপ্তাহ ধরে দেশটির জনগণ ও জিম্মিদের পরিবারের সদস্যরা নেতানিয়াহুর বিরুদ্ধে আন্দোলন ও প্রতিবাদ অব্যাহত রেখেছে।

কমপক্ষে ৫০ ইসরায়েলি বন্দীর মুক্তির বিনিময়ে গাজায় যুদ্ধবিরতি হতে যাচ্ছে। এর বিনিময়ে মুক্তি পাবেন কমপক্ষে ১৫০ ফিলিস্তিনি। খবর আলজাজিরা।

তেলআবিব সরকারের এক মূখপাত্র বলেন, `আমাদের টেবিলে এখনও চূড়ান্ত চুক্তিটি এসে পৌঁছায়নি। এটি জনসাধারণ বা গণমাধ্যমের কাছে প্রকাশ করা হয়নি। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় নিশ্চিত করছে যে, সরকার এই চুক্তি অনুমোদনের পক্ষে ভোট দিয়েছে।` স্থানীয় সময় বুধবার (২২ নভেম্বর)
সংবাদমাধ্যম আল জাজিরার সাংবাদিক হামদাহ সালহুত এসব তথ্য জানিয়েছেন অধিকৃত পূর্ব জেরুজালেম থেকে। `অতিরিক্ত অনেক ফিলিস্তিনি বন্দী এবার ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পাবেন`, সালহুত বলেন।

Exit mobile version