Home আন্তর্জাতিক সামরিক ব্যয় বিপুল বাড়ানোর ঘোষণা চীনের

সামরিক ব্যয় বিপুল বাড়ানোর ঘোষণা চীনের

অনলাইন ডেস্ক : প্রতিরক্ষা খাতে ৭ দশমিক ২ শতাংশ ব্যয়বৃদ্ধির কথা ঘোষণা করল চীন।

বুধবার বেইজিংয়ের ‘গ্রেট হল অব দ্য পিপল’-এ চতুর্দশ ন্যাশনাল কংগ্রেসের তৃতীয় অধিবেশনে এই বার্তা দিয়েছে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সরকার। জানানো হয়েছে, ২০২৫-২৬ অর্থ বছরে সামরিক খাতে ২৪,৫০০ কোটি ডলার।

এ নিয়ে গত এক দশকে দ্বিগুণ হল জিনপিং সরকারের সামরিক বাজেট। টানা তিনটি অর্থ বছরে প্রতিরক্ষা বাজেট প্রায় ৭ শতাংশ করে বাড়ল।

চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি জানিয়েছে, পিপল্স লিবারেশন আর্মির (পিএলএ) আধুনিকীকরণের জন্য এই বাড়তি অর্থ ব্যয় করা হবে। ২০১৯ সালে শি জিনপিং সরকার প্রতিরক্ষা বাজেট ৭ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি করেছিল। তারপর এবারই বৃদ্ধির হার সর্বোচ্চ।

জিনপিং সরকারের সামরিক খাতে ব্যয়বৃদ্ধির হার জিডিপি বৃদ্ধির হারের লক্ষ্যমাত্রাকেও ছাপিয়ে গেছে। ২০২৫-২৬ অর্থবছরে জিডিপি বৃদ্ধির লক্ষ্যমাত্রা মাত্র ৫ দশমিক ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। লাদাখ এবং তাইওয়ান ঘিরে উত্তেজনার প্রেক্ষাপটে ২০২১ সালে প্রথমবার ২০ হাজার কোটি ডলারের বেশি সামরিক খাতে খরচের ঘোষণা করেছিল চীন। তারপর তা দ্রুত গতিতে বেড়েই চলেছে। তবে প্রকৃতপক্ষে প্রতিরক্ষা খাতে ঘোষণার চেয়ে বেইজিং অনেক বেশি খরচ করে বলে ধারণা পশ্চিমা সামরিক পর্যবেক্ষক সংগঠনগুলোর।

সূত্র: রয়টার্স, এপি, সিনহুয়া

Exit mobile version