Home আন্তর্জাতিক সাবমেরিন দুর্ঘটনায় ৫৫ চীনা নাবিকের মৃত্যুর গুঞ্জন

সাবমেরিন দুর্ঘটনায় ৫৫ চীনা নাবিকের মৃত্যুর গুঞ্জন

অনলাইন ডেস্ক : পারমাণবিক সাবমেরিন দুর্ঘটনায় কমপক্ষে ৫৫ চীনা নাবিকের মৃত্যুর গুঞ্জন উঠেছে। ব্রিটিশ গোয়েন্দা নথিতে এই দাবি করা হলেও নাকচ করছে বেইজিং।

যুক্তরাজ্যের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দ্য টাইমসে প্রকাশিত প্রতিবেদনে বলা হয় চীনের নৌবাহিনীর একটি সবমেরিন ডুবে যাওয়ায় ভেতরে থাকা ৫৫ জন নাবিক বিষক্রিয়ায় মারা গেছে। হতভাগ্য নাবিকদের মধ্যে একজন ক্যাপ্টেন ও ২২ জন নৌ কর্মকর্তা রয়েছেন।

মূলত মার্কিন ও ব্রিটিশ রণতরির জন্য পাতা ফাঁদে পড়ে ওই সাবমেরিনে গুরুতর যান্ত্রিক জটিলতা দেখা দেয়। গত ২১ আগস্ট পীত সাগরে এই দুর্ঘটনার তথ্য প্রকাশ হলেও অস্বীকার করেছে চীন।

ওই প্রতিবেদনে জানানো হয়, সাবমেরিনটি শানদং প্রদেশের কাছাকাছি থাকা অবস্থায় নিজেদের তৈরি শিকল ও নোঙরের ফাঁদে পড়ে সমুদ্রের তলদেশে আটকে যায়। এতে যান্ত্রিক ত্রুটিতে অক্সিজেনের স্বল্পতায় সব আরোহীর মৃত্যু হয়।

Exit mobile version