স্পোর্টস ডেস্ক : চোটের কারণে চট্টগ্রাম টেস্টে পুরো ম্যাচ খেলতে পারেননি সাকিব আল হাসান। দলের সেরা তারকার অনুপস্থিতি ভুগিয়েছে টাইগার শিবিরকে। নাটকীয়ভাবে জেতা ম্যাচ হারতে হয় তাদের। চোট গুরুতর হওয়ায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টেও সাকিবকে পাবে না বাংলাদেশ। তবে সাকিবের অনুপস্থিতিকে সুবিধা মানতে নারাজ এনক্রুমাহ বনার।
সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে বনার বলেন, ‘সাকিবের অনুপস্থিতি বাংলাদেশের জন্য বিরাট ক্ষতি। তবে তাকে ছাড়াও বাংলাদেশ অনেক ভালো দল। সাকিবের না থাকাটা কোনো সুবিধা দেবে না আমাদের।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে দাপুটে পারফরম্যান্স দেখিয়ে সিরিজসেরা হন সাকিব। সিরিজের শেষ ম্যাচে বাঁ পায়ের কুঁচকিতে চোট পান তিনি। চোট সারিয়ে আবার চট্টগ্রাম টেস্টে মাঠে নামেন। টেস্টেও ক্যারিবীয় বোলারদের উপর আধিপত্য বিস্তার করেন সাকিব। ব্যাট হাতে করেন ফিফটি। তবে বল করতে গিয়ে আবার ইনজুরির কবলে পড়েন এই বাঁহাতি স্পিনার। যার ফলে ঢাকা টেস্টেও দলে নেই সাকিব। ইতিমধ্যেই তার পরিবর্ত হিসেবে দলে জায়গা পান সৌম্য সরকার।