স্পোর্টস ডেস্ক : বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিজেদের অষ্টম ম্যাচে শক্তিশালী কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৩২ রানে হারিয়েছে ফরচুন বরিশাল। এই জয়ের ফলে টুর্নামেন্টে পঞ্চম জয় নিয়ে কুমিল্লাকে হটিয়ে শীর্ষে উঠে গেল সাকিব আল হাসানের দল। ব্যাট হাতে হাফসেঞ্চুরির পর বল হাতে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন দলটির অধিনায়ক সাকিব।

সোমবার (০৭ ফেব্রুয়ারি) সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে চলতি বিপিএলের ২১তম ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেটে ১৫৫ রান সংগ্রহ করে বরিশাল। জবাবে ইমরুল কায়েসের কুমিল্লা ১২৩ রানেই গুটিয়ে যায়।

ব্যাটিয়ে নেমে মুনিশ শাহরিয়ার ও ক্রিস গেইলের ওপেনিং জুটিতে ৩.৪ ওভারে ৩২ রান তোলেন বরিশাল। বরাবরের মতো এদিনও ব্যর্থ গেইল। ব্যক্তিগত ১০ রানে তানভীরের বিদায় নেন। ওয়ানডাউনে ব্যাটিংয়ে নেমে নাজমুল হোসেন শান্ত দ্রতই বিদায় নেন তানভীরের বলে। ওপেনার মুনিম অবশ্য দলের হাল ধরে ২৫ বলে ৪৫ রানের দারুণ এক ইনিংস খেলৈন। তার ইনিংসে চার বাউন্ডারি ও ৩টি ছক্কা রয়েছে।

চতুর্থ উইকেটে জুটিতে তৌহিদ হৃদয়ের সঙ্গে দারুণ জুটি গড়েন সাকিব। ব্যাটিংয়ে ঝড় তুলে সাকিব ৩৭ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করে বিদায় নেন। তার ইনিংসে চার বাউন্ডারি ও দুটি ছক্কা রয়েছে। তবে হৃদয় ৩৭ বলে ৩১ রান করে অপরাজিত থাকেন। কুমিল্লার হয়ে তানবীর দুটি এছাড়া মোস্তাফিজুর, মঈন ও করিম একটি করে উইকেট দখল করেন।

জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ইমরুলের কুমিল্লা। শুরু হয় অধিনায়ক ইমরুলকে দিয়েই। দলীয় ৩৫ রানেই ৩ উইকেট হারায় তারা। দলের বিপদের দিনে ৩০ বলে সর্বোচ্চ ৩০ রান করেন মুমিনুল হক। ওপেনার লিটন করেন ১৯ রান। দুই অঙ্কের ঘর ছুঁতে পার বাকি দুই ব্যাটার করিম জানাত ১৭ ও তানভীর ইসলাম অপরাজিত ২১ রান করেন। এছাড়া আর কেউ সুবিধা করতে পারেনি। শেষ পর্যন্ত থামে ১২৩ রানে।

বরিশালের হয়ে নাঈম তিনটি। এছাড়া সাকিব আল হাসান ও ডোয়াইন ব্রাভো দুটি করে উইকেট শিকার করেন। ৮ ম্যাচে ৫ জয় ও ২ হারে ১১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে বরিশাল। দুইয়ে নেমে আসা কুমিল্লা ৬ ম্যাচ শেষে পয়েন্ট ৯।