অনলাইন ডেস্ক: বাংলাদেশ বেতারের সাবেক সংবাদ পাঠক ও শিল্পানুরগী সাঈদা কামাল নবু শুক্রবার রাতে টরন্টোয় একটি নার্সিং হোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর মৃত্যুর সংবাদে কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে। ত্রিকালদর্শী সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব কামাল আহমেদের স্ত্রী সাঈদা কামাল নবু কমিউনিটিতে বিশেষ করে সাংস্কৃতিক কর্মীদের কাছে নবু আপা হিসেবেই পরিচিত ছিলেন। নেতাজী সুভাষ বসুর ভাগ্নি সাঈদা কামাল নবু মধ্য সত্তর থেকে আশির দশকের মাঝামাঝি সময়ে বাংলাদেশ বেতারে হিন্দি বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় তিনি নেপালী এবং হিন্দি খবর পড়তেন।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় কলকাতার পার্ক সার্কাস স্ট্রীটের তাঁর শ্বশুড় বাড়ীতে আশ্রয় নেয়া মুক্তিযোদ্ধাদের আপ্যায়নে বিশেষ ভূমিকা রাখেন।
শনিবার দুপুরে প্রয়াত সাঈদা কামাল নবুর নামাজে জানাজা স্থানীয় নাগেট মসজিদে অনুষ্ঠিত হয় এবং পরে পিকারিং এ দাফন করা হয়।