স্পোর্টস ডেস্ক : সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দিয়ে হইচই ফেলে দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ২০১৫ সাল পর্যন্ত চুক্তিতে তিনি বছর প্রতি ১১২.১ মিলিয়ন ইউরো আয় করবেন। এর ফলে পর্তুগিজ অধিনায়ক বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ক্রীড়াবিদ হলেন।

সম্প্রতি ডিবিআরএস মর্নিং স্টার বিশ্বের শীর্ষ ১০ ক্রীড়াবিদের তালিকা প্রকাশ করেছে। এই কনসালটেন্সি ফার্মের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা। তালিকায় সবার ওপরে রয়েছেন রোনালদোর। দ্বিতীয় স্থানে রয়েছেন প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি। আর তৃতীয় স্থানে মেসির পিএসজি সতীর্থ নেইমার।

নিচে সর্বোচ্চ আয়াকারী সেরা ১০ ক্রীড়াবিদের তালিকা দেওয়া হলো।

ক্রিস্টিয়ানো রোনালদো (ফুটবল)
ক্লাব: আল নাসের
বার্ষিক আয়: ১১২.১ মিলিয়ন ইউরো

লিওনেল মেসি (ফুটবল)
ক্লাব: প্যারিস সেন্ট-জার্মেই
বার্ষিক আয়: ৭০.৬ মিলিয়ন ইউরো

নেইমার (ফুটবল)
ক্লাব: প্যারিস সেন্ট-জার্মেই
বার্ষিক আয়: ৬৫.৯ মিলিয়ন ইউরো

ম্যাথিউ স্টাফোর্ড (এনএফএল)
ক্লাব: লস অ্যাঞ্জেলেস রামস
বার্ষিক আয়: ৬৫.৭ মিলিয়ন ইউরো

জশ অ্যালেন (এনএফএল)
ক্লাব: বাফালো বিলস
বার্ষিক আয়: ৫৯.৩ মিলিয়ন ইউরো

অ্যারন রজার্স (এনএফএল)
ক্লাব: গ্রিন বে প্যাকারস
বার্ষিক আয়: ৫৩.৭ মিলিয়ন ইউরো

লুইস হ্যামিল্টন (ফর্মুলা ওয়ান)
মার্সিডিজ
বার্ষিক আয়: ৫৩.৭ মিলিয়ন ইউরো

দেশওন ওয়াটসন (এনএফএল)
ক্লাব: ক্লিভল্যান্ড ব্রাউনস
বার্ষিক আয়: ৫২.৩ মিলিয়ন ইউরো

কার্ক কাজিনস (এনএফএল)
ক্লাব মিনেসোটা ভাইকিংস
বার্ষিক আয়: ৪৩.৩ মিলিয়ন ইউরো

ম্যাক্স ভারস্টাপেন (ফর্মুলা ওয়ান)
রেড বুল রেসিং
বার্ষিক আয়: ৪৩.৩ মিলিয়ন ইউরো