অনলাইন ডেস্ক : আন্তর্জাতিক জলসীমা থেকে গ্রেপ্তারকৃতদের মধ্যে ৪৯ জনকে আলবেনিয়ার বন্দিশালায় ফেরত পাঠাচ্ছে ইতালি। দেশটির নৌবাহিনী এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত রয়েছে বলে জানিয়েছে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রণালয়। অবৈধভাবে সমুদ্র পথে ইতালি যাওয়া ঠেকাতে দেশটি এমন পদক্ষেপ নিয়েছে। খবর রয়টার্স

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি আলবেনিয়াতে অভিবাসীদের জন্য দুটি বন্দিশালা নির্মাণ করেছে। এটি এমন একটি প্রক্রিয়া যেখানে ইউরোপীয় ইউনিয়নভূক্ত দেশ ইতালি অভিবাসীদের অইউরোপী ইউনিয়নভূক্ত দেশে পাঠাচ্ছে। তবে গত বছরের নভেম্বরে এ নিয়ে আদালতের একটি বিরোধীদের কারণে ওই বন্দিশালায় এখন পর্যন্ত কাউকে নেয়া যায়নি।

ইতালির স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, নৌবাহিনীর জাহাজে করে ৪৯ জন অভিবাসীকে আলবেনিয়াতে পাঠানো হয়েছে। এছাড়া আন্তর্জাতিক সমুন্দ্র সীমা থেকে আরও ৫৩ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। এদের মধ্যে পাসপোর্ট দেখাতে পেরেছে তাদেরকে সাময়িক সময়ের জন্য ইতালিতে রাখা হয়েছে। পরবর্তীতে তাদের তথ্য যাচাই করা হবে।

এর আগে রোমের বিচারকরা সরকারের এমন পদক্ষেপের বৈধতা নিয়ে প্রশ্ন তোলে এবং আলবেনিয়াতে পাঠানো প্রথম দুটি দলকে আবারও ইতালিতে ফেরত আনার নির্দেশ দিয়েছিল। এরপর আবার ইতালি সরকার অভিবাসীদের আলবেনিয়াতে পাঠাতে নতুন করে পদক্ষেপ গ্রহণ করেছে।

এ ধরনের বিতর্কিত পরিকল্পনার মাধ্যমে মেলোনি সরকার ইতালিতে অভিবাসীদের সংখ্যা সীমিত করতে চাইছে। তবে গত বছর ইউরোপীয়ান আদালতের বিচারকরা অভিবাসীদের বিষয়ে যে রুল জারি করেছিলেন, তার সঙ্গে ইতালি সরকারের পরিকল্পনার মিল নেই।

ইউরোপীয় ইউনিয়নের আদালত আগামী সপ্তাহে ইতালির এই পরিকল্পনার বিষয়ে বিবেচনা করবে। যে এটি তাদের আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ কিনা।