Home কানাডা খবর সমকামীদের জন্য যুক্তরাষ্ট্র ভ্রমণে কানাডার সতর্কতা

সমকামীদের জন্য যুক্তরাষ্ট্র ভ্রমণে কানাডার সতর্কতা

অনলাইন ডেস্ক : কানাডার মানুষের কাছে যুক্তরাষ্ট্র হলো ভ্রমণের সবচেয়ে আকর্ষণীয় জায়গা। তবে এবার সমকামী, রুপান্তরকামী ও এ শ্রেণীর অন্যান্য মানুষদের (এলজিবিটিকিউপ্লাস) জন্য যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিয়েই সতর্কতা জারি করেছে কানাডা।

সেখানে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের কিছু স্টেট এমন আইন পাস করেছে যা এলজিবিটিকিউ-দের পক্ষে অনুকূল নয়। তাই তারা যে স্টেটে তারা যেতে চান, তার আইন আগে ভালো করে দেখে নিয়ে তারপর যেন যাওয়ার সিদ্ধান্ত নেন। সাধারণত যুক্তরাষ্ট্রে যাওয়ার ক্ষেত্রে কানাডা সবসময়ই সবুজ সংকেত দেয়। কিন্তু এবার এলজিবিটিকিউপ্লাস-দের ক্ষেত্রে তারা সতর্কতা জারি করলো।

যুক্তরাষ্ট্রের বেশ কিছু স্টেট এলজিবিটিকিউ-বিরোধী আইন পাস করেছে। হিউম্যান রাইটস ক্যাম্পেন জানিয়েছে, ৪১টি স্টেটে এই বছরই ৫২৫টির বেশি বিল আনা হয়েছে, যার ফলে এলজিবিটিকিউ সম্প্রদায় অসুবিধায় পড়তে পারে। জুন মাসের গোড়ায় এরকম ৭৫টি আইন চালু হয়ে গেছে। তাই ৪০ বছরের মধ্যে প্রথমবার এই সংগঠন এলজিবিটিকিউপ্লাস-দের যুক্তরাষ্ট্র সফর নিয়ে রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছে।

ক্যানাডার উপ প্রধানমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড জানিয়েছেন. সরকার এখন বিশেষজ্ঞদের মতামত নিয়ে দেখছে, ওই সব আইন কানাডার নাগরিকদের ক্ষেত্রে কতটা প্রযোজ্য। কানাডায় এলজিবিটিকিউজের সংখ্যা ১০ লাখের বেশি। সূত্র: ডয়চে ভেলে।

Exit mobile version