Home আন্তর্জাতিক ‘সন্ত্রাসী সংস্থা’ আখ্যা দিয়ে ইউএসএআইডি বন্ধ করে দিতে বললেন ইলন মাস্ক

‘সন্ত্রাসী সংস্থা’ আখ্যা দিয়ে ইউএসএআইডি বন্ধ করে দিতে বললেন ইলন মাস্ক

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডিকে ‘সন্ত্রাসী সংস্থা’ আখ্যা দিয়ে সংস্থাটি বন্ধ করে দেয়া উচিত বলে মন্তব্য করেছেন বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক। সোমবার (৩ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ভেরিফায়েড আইডি থেকে দেয়া পোস্টে এমন মন্তব্য করেছেন তিনি।

ইলন মাস্ক এমন সময়ে সংস্থাটি সম্পর্কে এরকম মন্তব্য করলেন, যখন মাস্কের প্রতিনিধিদের সংরক্ষিত গোপন নথি দেখার সুযোগ না দেয়ায় ইউএসএআইডির দুই নিরাপত্তা কর্মকর্তাকে ছুটিতে পাঠানো হয়েছে। আবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সংস্থাটি ‘বদ্ধ উন্মাদেরা’ চালাচ্ছেন। তিনি এ সংস্থার ভবিষ্যতের বিষয়টি বিবেচনা করছেন।

বিশ্বজুড়ে মানবিক সহায়তা নিয়ে কাজ করা এই মার্কিন সংস্থার ব্যাপারে ট্রাম্প প্রশাসনের কঠোর অবস্থানের বিষয়টি মাস্ককে নজিরবিহীন ক্ষমতা দেয়ার মাধ্যমে পরিষ্কার হয়ে গেছে। ট্রাম্প ও ইলন মাস্ক মনে করেন, এই প্রতিষ্ঠানের মাধ্যমে সরকারি অর্থের অপচয় হচ্ছে।

Exit mobile version