অনলাইন ডেস্ক : অন্তর্বর্তীকালীন সরকার গঠনের এক মাস পূর্তি উপলক্ষ্যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। বুধবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে সাতটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়া শুরু করেন তিনি।
প্রধান উপদেষ্টা বলেন, সংস্কারের জন্য প্রাথমিকভাবে ছয়টি কমিশন গঠন করার সিদ্ধান্ত নিয়েছি। এতে নির্বাচন ব্যবস্থা সংস্কারের কমিশন প্রধান হিসেবে ড. বদিউল আলম মজুমদার, পুলিশ প্রশাসন সংস্কারের কমিশন প্রধান হিসেবে সরফরাজ চৌধুরী, বিচার বিভাগ সংস্কারের কমিশন প্রধান হিসেবে বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান, সংবিধান সংস্কারের কমিশন প্রধান হিসেবে ড. শাহদীন মালিক, দুদক সংস্কারের কমিশন প্রধান হিসেবে ড. ইফতেখারুজ্জামান এবং জনপ্রশাসন সংস্কারের কমিশন প্রধান হিসেবে আবদুল মুয়ীদ চৌধুরীকে দায়িত্ব দেয়া হয়েছে।
এসব কমিটি তিন মাসের মধ্যে রিপোর্ট প্রদান করবেন।