Home রাজনীতি ষড়যন্ত্র করে সরকার পতন ঘটানো যাবে না : হানিফ

ষড়যন্ত্র করে সরকার পতন ঘটানো যাবে না : হানিফ

অনলাইন ডেস্ক : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি বলেছেন, বিদেশে বসে বিএনপির অনেক শীর্ষ নেতা সরকার পতনের ষড়যন্ত্র করছেন। বিদেশি গোয়েন্দা সংস্থার দ্বারস্থ হচ্ছেন। তবে এতে কোনো লাভ হবে না। ষড়যন্ত্রের মাধ্যমে সরকারের পতন ঘটানো সম্ভব নয়। জনগণের ম্যান্ডেট ছাড়া ক্ষমতার পালাবদলের আর কোনো সুযোগ নেই।

শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান প্রজন্ম ঐক্যজোট আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

হানিফ বলেন, জনভিত্তি নেই বলেই বিদেশি গোয়েন্দা সংস্থার সাথে যোগাযোগের মাধ্যমে ষড়যন্ত্র করে ক্ষমতায় আসার বাঁকা পথ খুঁজছে বিএনপি।

আয়োজক সংগঠনের সভাপতি ব্যারিস্টার জাকির আহম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ, মনোরঞ্জন শীল গোপাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ডা. কামরুল হাসান খান, আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান মনির, এম এ করিম, সাংবাদিক মানিক লাল ঘোষ, রোকন উদ্দিন পাঠান, সাংবাদিক জয়ন্ত আচার্য প্রমুখ।

সভায় বক্তারা উন্নয়ন ও অগ্রযাত্রায় শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানান।

Exit mobile version