বকুল ভৌমিক
অর্থহীন অর্থ দিয়ে অসম বন্টনে গড়া পৃথিবী আজ কুক্ষিগত
সাম্রাজ্যবাদ আর প্ুঁজিবাদের শিকারে সমাজ প্রণত।
সম্পত্তি, ক্ষমতা ও মর্যাদা শ্রেণী ভেদে সমাজ বিন্যস্ত
মানব মানবতাহীন, জনসমষ্টি ভারসাম্যহীন, অশৃঙ্খলায় বিকারগ্রস্ত।
প্রাচীন, মধ্য, প্রস্তর থেকে আজ এক অসম সভ্য যুগ
সমাজের ধমনীতে আঁকড়ে শ্রেণীর শীর্ষ রক্তচোষা অ্যানিলিডা জোঁক।
বিত্তবানের সম্পদ, প্রাসাদ অট্টালিকা, বাগান বাড়ি, ভোগ বিলাসের
চরম অশিষ্টাচারীতা
গৃহহীন ঠিকানাহীন কোটি কোটি মানুষের দুর্যোগ আর অসহায়তা।
যুদ্ধ, বিঘ্ন এবং প্রতিহিংসা আর ধ্বংসের নির্মম রাজনীতি
শান্তি, পারস্পরিক সৌজন্যতা, মূল্যবোধের দুর্গতি।
অর্থনৈতিক, রাজনৈতিক আর বর্ণ নিপীড়নের
কন্টকময় পথগলিতে নিপীড়িতদের অনিশ্চিত পথচলা
জীবনের সোপান থেকে ছিটকে পরা কোটি কোটি
দরিদ্র অনাহারী মানুষের দুর্ভোগের এক নিষ্ঠুর খেলা।
এই তথাকথিত উন্নত সমাজে শিক্ষা আর সভ্যতার নিরঙ্কুশ বিস্তার
বিত্তশালী আরও বিত্তবান দরিদ্রের দশা আরও দরিদ্রতর।
এই হীন সমাজের বিবেক আর শ্রেণী বৈষম্য আজ ধ্বংসকারী
উইপোকার আহার
তবুও দায়ভার নেই কারো সবাই নির্বিকার।
অটোয়া