স্পোর্টস ডেস্ক : জুলাইয়ে বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফর বাতিলই হয়ে গেল শেষ পর্যন্ত। আজ শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি) আনুষ্ঠানিকভাবেই জানিয়ে দিয়েছে, তিন টেস্টের সিরিজটি আপাতত স্থগিত।

বাংলাদেশ দল শ্রীলঙ্কায় যাবে কি না, এটি নিয়ে গত দেড় মাস ধরেই আলোচনা চলছে। শেষ পর্যন্ত বিসিবি না–ই করে দিয়েছে এসএলসিকে। দেশে কোভিড–১৯ পরিস্থিতির কোনো উন্নতি না হওয়ায় বিসিবি কোনো ঝুঁকি নিতে চায়নি। তা ছাড়া শ্রীলঙ্কান ক্রিকেটাররা যেখানে অনুশীলন শুরু করে দিয়েছে, সেখানে বাংলাদেশের ক্রিকেটাররা প্রায় চার মাস ক্রিকেটীয় কার্যক্রমের বাইরে।মানসিকভাবেও কেউ খেলার জন্য প্রস্তুত নয়। এই অবস্থায় আগামী মাসে সিরিজটি খেলা সম্ভব নয় বলে এসএলসিকে জানিয়েছে বিসিবি।

এসএলসি আজ সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, জুলাইয়ে বাংলাদেশ জাতীয় দলের শ্রীলঙ্কা সফর স্থগিত করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও শ্রীলঙ্কা ক্রিকেট একমত হয়েছে। দুই বোর্ডের আলোচনার ভিত্তিতে পরে সূচি পুনর্বিন্যাস করা হবে।

বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেন, ‘দলের প্রস্তুতি ও বর্তমান পরিস্থিতি একেবারেই অনুকূলে নয়। আমাদের কিছু শীর্ষ খেলোয়াড়ও আক্রান্ত। তাদের পরিবার আক্রান্ত হচ্ছে। এ পরিস্থিতিতে আমাদের কাছে মনে হয়েছে খেলোয়াড়দের স্বাস্থ্য নিরাপত্তা বিবেচনায় সময়টা সফর করার উপযুক্ত নয়।’