অনলাইন ডেস্ক : শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের তিন টেস্টের সিরিজ শুরু হচ্ছে আগামী ২৪ অক্টোবর। ওই সিরিজের মধ্যে দলের সঙ্গে যোগ করা হতে পারে নিষেধাজ্ঞায় থাকা বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। দেশসেরা এই ক্রিকেটারের সাজার মেয়াদ শেষ হবে ২৯ অক্টোবর।

ক্রীড়া বিষয়ক সংবাদ মাধ্যম ক্রিকবাজ মনে করছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডর (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে আলাপ হয়েছে সাকিবের। এরপরই সাকিব বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) অনুশীলন করার সিদ্ধান্ত নিয়েছেন।

সাকিবের ফেরা নিয়ে বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো বলেছেন, ‘ব্যক্তিগত অনুশীলন সেশন করার পরে সে খেলার জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে বলে মনে করছি। তার আসলে করার খুব বেশি কিছু নেই। তার ফেরা নিয়ে প্রথমে নির্বাচকদের সঙ্গে আলাপ করতে হবে। দলের সঙ্গে খেলার আগে সাকিবের কিছু ম্যাচ খেলারও দরকার। যেকোন পর্যায়ের ক্রিকেট হতে পারে।’

বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন জানিয়েছেন, সাকিবকে দলে ফেরানোর আগে তার ফিটনেস এবং মানসিক অবস্থা বুঝতে হবে, ‘দেখুন, ২৮ অক্টোবর পর্যন্ত আমাদের সঙ্গে সে অনুশীলনও করতে পারবে না। সাজা শেষ হওয়ার পরে যেকোন সিদ্ধান্তের আগে তার ফিটনসে এবং মানসিক অবস্থা বুঝতে হবে। টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে যদি মনে হয় সে খেলার জন্য প্রস্তুত তবেই তাকে দলে নেওয়া হবে।’

বাংলাদেশ আগামী ২৩ কিংবা ২৪ সেপ্টেম্বর শ্রীলংকা সফরের উদ্দেশ্যে দেশ ছাড়বে। জাতীয় দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলার সুবিধার জন্য যাবে হাইপারফরম্যান্স টিমও। কারণ ১৪ দিনের কোয়ারেন্টাইন শেষ হওয়ার আগে শ্রীলংকার কোন দলের বিপক্ষে ম্যাচ খেলতে পারবে না বাংলাদেশ। সাকিবকে তাই সিরিজ খেলতে হলে ১৫ অক্টোবর নাগাদ শ্রীলংকা সফরে যেতে হবে। ১৪ দিন ব্যক্তিগত অনুশীলন তথা কোয়ারেন্টাইন শেষেই তিনি যোগ দিতে পারবেন দলের সঙ্গে।