গত ২৮শে জুন ২০২০ রবিবার সন্ধ্যায় ‘বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থা কানাডা’ জুম ভার্চুয়াল পদ্ধতির মাধ্যমে প্রয়াত শ্রদ্ধেয় কামাল লোহানীকে শ্রদ্ধা জানাতে এক স্মরণ সভার আয়োজন করে। শুরুতে সংস্হার সাধারণ সম্পাদক চিত্রা সরকার সভায় উপস্থিত অতিথি ও সকল সদস্যকে স্বাগত জানান এবং শ্রদ্ধেয় কামাল লোহানীকে বিনম্র শ্রদ্ধা ও সম্মান জানিয়ে সভার সূচনা করেন। সভা পরিচালনা ও সঞ্চালনা করেন সংস্হার সভাপতি বিশিষ্ট সঙ্গীত ব্যক্তিত্ব শিল্পী ইখতিয়ার ওমর।
তিনি সদ্য প্রয়াত জনাব কামাল লোহানী, অধ্যাপক আনিসুজ্জামান, জনাব জামিলুর রেজা চৌধুরী ও শিল্পী আজাদ রহমানকে শ্রদ্ধা জানান। তাঁদের আত্মার শান্তিকামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে প্রয়াত কামাল লোহানীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ,স্মরণ ও তাঁর স্মৃতিচারণ করেন অতিথি বক্তা – জনাব জামিল চৌধুরী, শিল্পী দিনু বিল্লাহ, উদীচী শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে শিল্পী সুভাষ দাশ এবং সংস্থার পরিচালনা পরিষদের অন্যতম সদস্য জনাব ওয়াহিদ আজগরও জনাব আজিজুল মালিক। সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী পার্থ সারথি শিকদার ও শিল্পী নাহিদ কবির কাকলী। সভাপতি শিল্পী ইখতিয়ার ওমর তাঁর বক্তব্যে শ্রদ্ধেয় কামাল লোহানীর স্মৃতিচারণ করেন এবং পরিশেষে সভায় উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে স্মরণ সভার সমাপ্তি ঘোষণা করেন।