স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগের গত মৌসুমে শিরোপার দ্বারপ্রান্তে থেকেও তা হাতছাড়া হয়েছিল গানার্সদের। পয়েন্ট তালিকায় দীর্ঘ সময় উপরে অবস্থান করেছিল আর্সেনাল তবে শেষ দিকের ভুলে সবশেষ প্রিমিয়ার লিগের শিরোপা খুইয়েছিল মিকেল আর্তেতার দল। তবে সব কিছু ভুলে গতকাল নয়া মৌসুমের লড়াইয়ে ম্যানচেস্টার সিটিকে শেষ মুহূর্তের নাটকীয়তায় ১-০ গোলে হারিয়েছে আর্সেনাল।
প্রিমিয়ার লিগে সিটির বিপক্ষে যেন জিততেই ভুলে গিয়েছিল গানার্সরা। ২০১৫ সালে আর্সেন ওয়েঙ্গারের অধীনে সবশেষ ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ের মুখ দেখেছিল আর্সেনাল। দীর্ঘ সেই আক্ষেপ গতকাল ঘরের মাঠে ঘুচিয়েছে মার্টিন ওডিগার্ডের দল।
এমিরেটস স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে সিটিজেনরা। প্রথমার্ধের ১৮ মিনিটেই পিছিয়ে পড়তে পারত আর্সেনাল। তবে সেবার ভাগ্যের ছোঁয়ায় বেঁচে যায় গানার্সরা। শেষ পর্যন্ত গোলশূন্য ড্র নিয়ে বিরতিতে যায় দুদল।
দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় সফরকারীরা। তবে কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিল না কেউই। ৬৮তম মিনিটে একসঙ্গে সিটি বস পেপ গার্দিওলা একসঙ্গে তিনটি পরিবর্তন আনেন। রিকো লুইস, মাতেও কোভাসিচ ও আলভারেসকে তুলে জন স্টোনস, মাথিয়াস নুনেস ও জেরেমি ডোকুকে নামান।
তবে ম্যাচের শেষ দিকে ৮৬তম মিনিটে ম্যাচের প্রথম গোলটি করেন ব্রাজিলিয়ান তারকা গ্যাব্রিয়েল মার্তেনেল্লি। সঙ্গে সঙ্গে আনন্দে ভেসে উঠে পুরো এমিরেটস স্টেডিয়াম। শেষ পর্যন্ত ১-০ গোলের জয়ে দীর্ঘ ৮ বছর ও ১২টি ম্যাচ হারের পর প্রিমিয়ার লিগে সিটিজেনদের বিপক্ষে জয়ের স্বাদ পেল আর্সেনাল।