স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপে স্পেনের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে ১-১ গোলে ড্র করেছে জার্মানি। পয়েন্ট ভাগ করে গ্রুপে শীর্ষেই রয়েছে স্পেন। তবে তলানিতে থাকা জার্মানরা এখনও টিকে থাকলেও বাদ পড়ার শঙ্কায়ও রয়েছে।

রোববার রাতে আল বাইত স্টেডিয়ামে ‘ই’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয় দুদল। যেখানে প্রথমার্ধ কোনো গোল হয়নি। বিরতির পর আলভারো মোরাতা স্পেনকে এগিয়ে নেওয়ার পর শেষদিকে জার্মানিকে সমতায় ফেরান নিকলাস ফুলক্রুগ।

শীর্ষে থাকা স্পেন ২ ম্যাচে ৪ পয়েন্ট পেয়েছে। সমান ম্যাচে ৩ পয়েন্ট করে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয়স্থানে জাপান ও কোস্টারিকা। তবে ২ ম্যাচে মাত্র ১ পয়েন্ট নিয়ে তলানিতে রয়েছে হ্যান্স ফ্লিকের শিষ্যরা।

এদিন ম্যাচের শুরুতেই গোল পেতে পারতো স্পেন। তবে ডি-বক্সের বাইরে থেকে দানি ওলমোর বুলেট গতির শট গোলরক্ষক মানুয়েল নয়ারের হাতে লেগে ক্রসবারে বাধা পায়।

খেলার ৩৪তম মিনিটে আরও একটি সুযোগ পায় স্পেন। এবার সেই ওলমোর পাস বক্সে দারুণ পজিশনে পেয়েই উড়িয়ে মারেন ফেররান। যদিও লাইন্সম্যান অফসাইডের পতাকা তোলেন।

প্রথমার্ধের শেষ দিকে আন্টোনিও রুডিগার হেডে বল জালে উৎসবে মাতে জার্মানি। তবে ভিএআর দেখে রেফারি অফসাইডের বাঁশি বাজান।

বিরতির পর ম্যাচের ৬২তম মিনিটে আলভারো মোরাতার গোলে এগিয়ে যায় স্পেন। জর্দি আলবার ক্রস থেকে গোলটি করেন মোরাতা। তবে ম্যাচের শেষ দিকে জার্মানিকে সমতায় ফেরান নিকলাস ফুলক্রুগ। জামাল মুসিয়ালের কাছ থেকে বল পেয়ে গোলটি করেন বদলি নামা এই খেলোয়াড়।