Home কানাডা খবর শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে কানাডায় আলোচনা সভা

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে কানাডায় আলোচনা সভা

আহসান রাজীব বুলবুল, কানাডা : আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৪০তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। দীর্ঘ ৬ বছর নির্বাসিত থাকার পর ১৯৮১ সালের ১৭ মে তিনি দেশে ফেরেন। দিবসটি উপলক্ষে কানাডার অন্টারিও আওয়ামী লীগের উদ্যোগে এক ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাডায় নিযুক্ত বাংলাদেশি হাই কমিশনার ড. খলিলুর রহমান।

অন্টারিও আওয়ামী লীগের সভাপতি মোস্তফা কামালের সভাপতিত্বে আলোচনা সভায় শুভেচ্ছা ও স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক লিটন মাসুদ। সভার সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক লিটন মাসুদ ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ চৌধুরী বিপ্লব।

আলোচনা সভায় বক্তারা শেখ হাসিনার রাজনৈতিক, ব্যক্তিগত, মানবিক গুণাবলি, কূটনৈতিক সম্পর্ক, বলিষ্ঠ সাহসিকতার, পররাষ্ট্রনীতি এবং মানুষের প্রতি অগাধ বিশ্বাস ও ভালোবাসার দিকগুলো তুলে ধরেন। তারা আরও বলেন, নেত্রীর আদর্শ বাস্তবায়নে প্রবাসে তার সৈনিকরা ঐক্যবদ্ধ এবং যেকোনো জাতীয় নির্দেশনা পালনে সংকল্পবদ্ধ।

এ সময় হাই কমিশনার ড. খলিলুর রহমান তার বক্তব্যে তথ্য উপাত্তসহ বঙ্গবন্ধু ও শেখ হাসিনা সরকারের উন্নয়ন ও অগ্রযাত্রার বিভিন্ন তথ্য তুলে ধরেন। এছাড়াও তার (শেখ হাসিনা) হাত আরও শক্তিশালী করতে তিনি সবার প্রতি আহ্বান জানান।

গুগল নিউজ-এ ঢাকা পোস্টের সর্বশেষ খবর পেতে ফলো করুন।
বক্তারা তাদের বক্তব্যে সবাইকে এক হয়ে কাজ করার এবং প্রবাস থেকে আওয়ামী লীগ সভাপতির পক্ষে শক্তিশালী ভূমিকা পালনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। আলোচনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন ড. মোজাম্মেল খান ড.আব্দুল আউয়াল, ড. মাহাবুব রেজি, কানাডা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মুহিবুর গোলাম রহমান, সৈয়দ আব্দুল গাফফার, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন, সহ-সভাপতি তোফাজ্জল আলী, অন্টারিও আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুল কাদের মিলু, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি ড. হুমায়ুন কবির, অন্টারিও আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুল কাদের মিলু, উপদেষ্টা অ্যাড. আফিয়া বেগম, সহ-সভাপতি আবু হেনা কোরাইশী, ইঞ্জিনিয়ার নওশের আলী, রাধিকা রঞ্জন চৌধুরী, যুগ্ম সম্পাদক আবুল বাসার, সাংগঠনিক সম্পাদক মনির বাবু দফতর সম্পাদক খালেদ শামীম, কোষাধ্যক্ষ মনজুরুল করিম রুবেল, কান্তি মাহমুদ, নির্বাহী সদস্য মহিউদ্দিন আহম্মেদ বিন্দু, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, কানাডা আওয়ামী লীগের সাংগঠনিক মোর্শেদ আহমেদ মুক্তা, আমরুল ইসলাম, দফতর সম্পাদক শেখ জসিম উদ্দিন, সদস্য আব্দুল মান্নান, ঝোটন তরফদার, মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা আক্তার জানু, আসমা হক, মোহাম্মদ হক, মোহাম্মদ ইসলাম, আব্দুস ছালাম, মুশফিকুর রহমান আকন্দ ও মাসুদ সিদ্দিক।

Exit mobile version