মুরশাদ সুবহানী
কোন দিন হবে না শূন্যের সাথে দেখা।
চাঁদ যেমন শূন্যতায় ভর করে আকাশকে
আলিঙ্গন করতে চায়।
আকাশ খসে পড়ে না, চাঁদের বুকে।
বোঝে না চাঁদের প্রেম।
শূন্যতায় ওড়াউড়ি, কেউ কারো নয়।
মানুষ খুব গোপনে স্বপ্নের বীজ রোপন করে।
কৃষকের মত সার দিতে চায় বীজে।
কৃষক যা পারে, প্রেমিক মানুষ তা পারে না।
স্বপ্নের বীজ প্রেমের গাছ হয়ে বেড়ে ওঠে না।
শূন্যে হারিয়ে যায়।
নিজেকে তখন অচেনা মনে হয়।
‘প্রতি সন্ধ্যায় পিয়ানোর সুর ভেসে আসে।’
কে বাজায়? শূন্য?
(ফ্লোরিডা ইউএসএ থেকে)