Home জাতীয় শুধু শেখ হাসিনা ইস্যুতে আটকে থাকবে না বাংলাদেশ ভারত সর্ম্পক : পররাষ্ট্র...

শুধু শেখ হাসিনা ইস্যুতে আটকে থাকবে না বাংলাদেশ ভারত সর্ম্পক : পররাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক : ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোসহ ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেয়ার কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বুধবার (১ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দেখুন, আমি মনে করি দুটোই পাশাপাশি চলবে। এটা হলো একটা ইস্যু। আমাদের আরও অনেক স্বার্থের ইস্যু আছে দুই পক্ষের। আমরা সেগুলো নিয়েও পাশাপাশি আগাবো।

শেখ হাসিনার প্রত্যাবর্তনের বিষয়ে সম্প্রতি দিল্লির বাংলাদেশ হাইকমিশন থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনৈতিক পত্র পাঠানো হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এই বিষয়ে ভারতের পক্ষ থেকে চিঠির জবাব পাওয়ার পরই পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

শেখ হাসিনাকে ফেরানোর বিষয়টি ভারত-বাংলাদেশ সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ ইস্যু হলেও তা অন্যান্য কৌশলগত ও অর্থনৈতিক স্বার্থের সঙ্গে সমন্বয় করে এগিয়ে নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মো. তৌহিদ হোসেন। তার মতে, দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকগুলো আলাদাভাবে গুরুত্ব পাওয়া উচিত।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন। তার প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনৈতিক এবং কূটনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করার উপর জোর দেয়া হচ্ছে।

Exit mobile version