বিনোদন ডেস্ক : চলতি প্রজন্মের জনপ্রিয় ফোক সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমা। ক্লোজআপওয়ান সংগীত প্রতিযোগীতার মাধ্যমে প্রথম পেশাগতভাবে গানে যাত্রা শুরু হয় তার। এ আসরে চ্যাম্পিয়ন হবার পর থেকে নিয়মিত গান করে চলেছেন। সেই ছোট সালমা এখন অনেক পরিণত। সন্তান, সংসার সামলাচ্ছেন। পাশাপাশি রেকর্ডিং ও স্টেজে ব্যস্ত সময় পার করছেন। করোনার কারণে কয়েক মাস তিনি গানে ছিলেন না। তবে এখন প্রায় প্রতিদিনই নতুন গান রেকর্ডিং করছেন এ শিল্পী।
নিজের পারিশ্রমিকও কমিয়েছেন তিনি। সব মিলিয়ে কেমন যাচ্ছে সময়? সালমা বলেন, ব্যস্ততার মধ্যে দিয়েই কাটছে প্রতিদিন। বিশেষ করে নতুন গান নিয়েই ব্যস্ততা বেশি। আর এখন স্টেজ শো হচ্ছে টুকটাক করে। প্রতিদিনই নতুন গানের রেকর্ডিং করছেন। ফেসবুকে তার আপডেটও দিচ্ছেন। ব্যস্ততা কি বেড়ে গেলো হঠাৎ? উত্তরে সালমা বলেন, আসলে মিউজিক ইন্ডাস্ট্রিটা আমাদের সবার। করোনার কারণে অবস্থা কিন্তু বেশ টালমাটাল ছিলো। গীতিকার, সুরকার, সংগীতশিল্পী ও কোম্পানির সম্মিলিত প্রচেষ্টায় কিন্তু ঘুড়ে দাড়ানো সম্ভব। শুধু নিজেকে নিয়ে নয়, সবাইকে নিয়ে ভাবতে হবে। করোনার কারণে যে ক্ষতি হয়েছে সেটা পুষিয়ে নিতে হবে। এ কারণে আমি নিজের পারিশ্রমিক কমিয়েছি। কারণ একটি গান হলে আর্থিকভাবে লাভবান হবেন গীতিকার, সুরকার, শিল্পী ও অডিও কোম্পানি। আমার সংগীত পরিবারের জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছি। কি কি গান আসছে ভালোবাসা দিবসে? সালমা বলেন, আমি প্রায় প্রতিদিনই নতুন গান করছি। বিভিন্ন ব্যানার থেকে গান আসবে। আবার আমার ইউটিউব চ্যানেলেও গান প্রকাশের প্রস্তুতি চলছে। ভালোবাসা দিবসে আমার কয়েকটি একক ও দ্বৈত গান প্রকাশ হবে। আশা করছি সবার ভালো লাগবে গানগুলো। এবার ভিন্ন প্রসঙ্গে আসি। সংসার কেমন চলছে? সালমা উত্তরে বলেন, খুব ভালো। স্বামী-সন্তান ও সংসার নিয়ে ভালো আছি। আমার স্বামী সাগরের সঙ্গে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আমার কাজের ক্ষেত্রেও সে সব সময় উৎসাহ দেয়।