বকুল ভৌমিক

ধনীর দুলাল খোকা পিতামাতার একমাত্র সন্তান বটে
মাঝে মাঝেই আজব আবদার তার মনে আটে।
আইসক্রিম খাবে জেদ ধরিল এক কনকনে শীতের রাতে
কেঁদে কেঁদে ভাসাইল জল নয়ন পাতে।
সংকটে পিতা খোকার কান্না থামাতে
কোথা পায় আইসক্রিম এই মধ্যরাতে।
বড় রাস্তার মোরে ইত্যাদি স্টেশনারি
চকোলেট বিস্কুট আইসক্রিম আছে তার রকমারি।
যদি মেলে আইসক্রিম সেথায়
শান্ত তব খোকা হাসি ফুটিবে মুখে যথাই।
খোকাকে লয়ে বাহির হইল আইসক্রিম সন্ধানে
রাস্তায় যেতে খোকা দেখিল বস্ত্র বিহীন এক পথ শিশু রাস্তার কোণে।
গায়ে নেই তার এতটুকু শীতের কাপড়
কাঁপিতেছে আদুল শরীর তার কাঁচুমাচু জড়সড়।
সেই দেখি খোকা প্রশ্ন করে বাবার সনে
বাবুটির গায়ে কাপড় কেন নেই পড়েনে।
স্তব্ধ পিতা উত্তর নাহি খুঁজে পায়
খোকাকে শুধায় পড়িবার কাপড় যে তাঁহার নাই।
তাই শুনে খোকা শিশুটিকে নিজের সোয়েটারটি দেয় খুলে
সন্তানের এই কান্ড দেখে পিতা মূর্ছা যায় অশ্রু জলে।
শীতের রিক্ততার কষ্ট না যায় দেখা
কি করে দেখিতে পাইল তা খোকা।
অটোয়া