অনলাইন ডেস্ক : লা লিগার চলতি মৌসুমে জিনেদিন জিদানের শিষ্যদের হাতে এখনো দুই ম্যাচ বাকি। আর শিরোপা নিশ্চিত করতেও তাদের প্রয়োজন সর্বোচ্চ দুই পয়েন্ট। সোমবার রাতে গ্রানাদার বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ।
এই জয়ের ফলে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা থেকে ৪ পয়েন্টে এগিয়ে গেল রিয়াল। ৩৬ ম্যাচে তাদের পয়েন্ট হলো ৮৩। টেবিলের দুই নম্বরে থাকা বার্সার পয়েন্ট ৭৯।
ম্যাচের ১০ মিনিটের মাথায় রিয়াল মাদ্রিদকে এগিয়ে দেন ফরাসি লেফটব্যাক ফার্ল্যান্ড মেন্ডি। ১৬ মিনিটের মাথায় দলকে দ্বিতীয় গোলটি এনে দেন আরেক ফরাসি ফুটবলার করিম বেনজামা।
ম্যাচের ৫০ মিনিটে গ্রানাদা একটি গোল পরিশোধ করে খেলায় ফেরায় আভাস দিলেও সম্ভব হয়নি। আগামী শুক্রবার ভিয়ারিয়ালের বিপক্ষে ঘরের মাঠে জয় পেলেই শিরোপা নিশ্চিত হয়ে যাবে লা লিগার সবচেয়ে সফলতম দলটির।