বিনোদন ডেস্ক : বলিউডে শাশুড়ি-বউমা জুটির মধ্যে মীরা কাপুর ও নীলিমা আজিম বেশ আলোচিত। তাদের দুজনের সম্পর্ক বেশ ঘনিষ্ঠ। প্রায়ই শাশুড়ির সঙ্গে বিভিন্ন ছবি পোস্ট করেন শহিদপত্নী মীরা।
এবার শাশুড়ির নাচের একটি ভিডিও শেয়ার করেছেন মীরা। সেখানেই শাশুড়ির প্রশংসা করেছেন মীরা। কারণ অভিনেত্রী পরিচয়ের বাইরেও আরও একটা পরিচিতি রয়েছে শহিদের মা নীলিমার। তিনি অসাধারণ কত্থকশিল্পী ছিলেন।
নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শাশুড়ি মায়ের ওই ভিডিও শেয়ার করে মীরা লেখেন- ‘মিস্টার-কে জন্মের ছয় মাস পর, স্বপ্নের মতো নৃত্য পরিবেশনা নীলিমা আজিমের।’
মিস্টার কে অর্থাৎ শহিদ কাপুরের কথা বলেছেন মীরা। শাশুড়ি মায়ের কত্থক নাচের ভিডিও নিয়ে মীরার মন্তব্য ‘গায়ের রোম খাড়া হয়ে যাচ্ছে দেখে।’
মীরা সিনেমা দুনিয়া থেকে দূরে থাকলেও শহিদ কাপুরের সঙ্গে বিয়ের পর বেশ কয়েকটি বিজ্ঞাপনে অভিনয় করেছেন। তবে অভিনয়ে আসার বিশেষ কোনো ইচ্ছা নেই তার।