Home আন্তর্জাতিক শামীমা বাংলাদেশের নাগরিক না, তার প্রবেশের অধিকার নেই: পররাষ্ট্র মন্ত্রণালয়

শামীমা বাংলাদেশের নাগরিক না, তার প্রবেশের অধিকার নেই: পররাষ্ট্র মন্ত্রণালয়

অনলাইন ডেস্ক : ব্রিটিশ নাগরিক শামীমা বেগম কখনোই বাংলাদেশের নাগরিক ছিলেন না। তাকে বাংলাদেশে প্রবেশের অধিকার দেওয়া হবে না বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিভিন্ন গণমাধ্যম থেকে জানা যায়, শামীমা ১৫ বছর বয়সে সিরিয়ায় গিয়ে জঙ্গি গোষ্ঠী আইএসে যোগদান করেন। এরই প্রেক্ষিতে গত বছর ফেব্রুয়ারিতে ব্রিটিশ সরকার তার নাগরিকত্ব বাতিল করে।

ব্রিটিশ সরকারের এ সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি সে দেশের হাইকোর্ট এবং স্পেশাল ইমিগ্রেশন আপিলস কমিশনে আপিল করেন।

ওই আদালতসমূহ শামীমা বেগমের আবেদন খারিজ করে দেয় এবং তাকে বাংলাদেশি বংশোদ্ভূত বলে উল্লেখ করে।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশ সরকারের সুস্পষ্ট অবস্থান হলো, ব্রিটিশ নাগরিক শামীমা বেগম কখনোই বাংলাদেশের নাগরিক ছিলেন না। এ সংক্রান্ত তার কোন অধিকারও নেই। তাকে বাংলাদেশে প্রবেশের অনুমতি দেওয়ারও কোন অবকাশ নেই।

Exit mobile version